Ranveer Singh-Deepika Padukone: এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়ে ছিলেন সন্তান জন্মের পর কেবল তাকেই সময় দেবেন। তিনি বলিউডের সবচেয়ে সফল নায়িকা। অথচ সিনেমা এবং সন্তানের মধ্যে নির্দ্বিধায় তিনি বেছে নিতে* পারেন তার অনাগত সন্তানকে। তিনি আর কেউ নয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দীপিকার কোল আলো করে আসতে চলেছে তাদের সন্তান। সন্তান জন্মের আগে বারবার ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা।
তার লাবণ্য যেন ঝরে পড়েছে শরীর থেকে। আবার হবু মাকে সামাল দিতে নিজের কাছ থেকেও ছুটি নিয়েছিলেন স্বামী তথা অভিনেতা রণবীর সিং। বাবা মা দুজনেই নাকি? অপেক্ষা করছেন তাদের নতুন সদস্যের জন্য। ইতিমধ্যেই নতুন সদস্যের জন্য ১০০ কোটির বাংলো কিনে তাক লাগিয়ে দিয়েছেন। তাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য নাকি সেখানেই থাকবেন। এই বাড়ি আবার যেখানে সেখানে নয় কিনেছেন একেবারে শাহরুখের বাড়ির পাশে। বলা যেতে পারে দীপিকা এখন শাহরুখের প্রতিবেশী। ছোট সন্তানকে নিয়ে সেখানেই গৃহ প্রবেশ করবেন এই তারকা দম্পতি।
কবে সেই দিন:
এর মধ্যেই এবার প্রকাশ্যে এলো বড় তারিখ। ঠিক কোন দিন সন্তান ভূমিষ্ঠ হবে দীপিকা এবং রণবীরের। একটি সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন ২৮ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন চিকিৎসক। ওই দিন এই পৃথিবীর আলো দেখতে পারে তাদের সন্তান। হবু সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন বাবা-মা। ঘরের চারিদিকে ইন্টিরিয়ার ডেকোরেশন চলছে।
আর এই ডেকোরেশন করছেন শাহরুখ পত্নী। এখন শুধু কয়েকটা দিন সময় গুনেই যাচ্ছেন দীপিকা। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত মাতৃত্বকালীন অবসর কাটাবেন অভিনেত্রী। প্রথমে সোনা গিয়েছিল দীপিকা এবং রণবীরের প্রথম সন্তান নাকি ভূমিষ্ঠ হবেন বিদেশে। তবে সেসব জল্পনা যে একেবারেই রটনা সেটা জানিয়ে দিয়েছেন পর্দার আলাউদ্দিন খিলজী।
সন্তানের লিঙ্গ নির্ধারণ:
ইতিমধ্যেই দীপিকা এবং রণবীরের সন্তান মেয়ে না ছেলে হবে তা নিয়ে বিস্তর গবেষণা শুরু করে দিয়েছেন জ্যোতিষীরা। সকল জ্যোতিষী এক বাক্যে বলছেন এই সন্তান নাকি আরো সমৃদ্ধি নিয়ে আসবে ভাবনানি পরিবারে। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছিলেন রণবীর এবং তার মা। ঠাকুমা হওয়ার আনন্দে আত্মহারা তিনি। জ্যোতিষীরা বলছেন পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন পাঠানের নায়িকা।
আরও পড়ুন: Cyclone Alert: বন্যা পরিস্থিতির মাঝেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি! জানুন বিস্তারিত