লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Rath Yatra 2024: এবছর কবে পড়েছে রথযাত্রা শুভ দিন? জেনে নিন সেই সমস্ত দিনক্ষণ, সময়, তারিখ

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rath Yatra 2024: জৈষ্ঠ্য মাস তো প্রায় শেষ হতে চলল। এরপরই আসবে আষাঢ় মাস। আর আষাঢ় মাস মানেই জগন্নাথ দেবের রথযাত্রা (Rath Yatra 2024)। বাংলা সহ দেশের বিভিন্ন কোণায় কোণায় জগন্নাথ ভক্তরা মেতে উঠবেন এই উৎসবে। জগন্নাথ দেবের এই রথযাত্রাকে ঘিরে একাধিক জায়গায় নাম সংকীর্তন, অনুষ্ঠানসহ, রথযাত্রা হয়ে থাকে। উড়িষ্যা এই রথ যাত্রার জন্য বিশেষভাবে পরিচিত।

কারন উড়িষ্যার পুরীতেই রয়েছে জগন্নাথ দেবের সব থেকে বড় মন্দির। যার জন্য উড়িষ্যা জগৎবিখ্যাত। এই রথযাত্রা (Rath Yatra 2024) সময়ে হাজার হাজার ভক্তরা ভিড় করেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। দূর দূর থেকে ভক্তরা আসেন তাদের মনস্কামনা নিয়ে জগন্নাথ দেবের কাছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এ বছর কবে রথযাত্রার শুভ সময় শুরু হচ্ছে।

এ বছর রথযাত্রা (Rath Yatra 2024) পড়েছে ৭ জুলাই৷ সেদিন ভোর ৪.২৬ মিনিটে শুরু হবে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি৷ এই তিথি থাকবে পর দিন বা ৮ জুলাই ভোর ৪.৫৯ মিনিট পর্যন্ত৷ উড়িষ্যার পুরীতে অবশ্য কয়েকদিন আগে ২৯ শে জুন থেকে শুরু হয়ে যাবে রথ যাত্রার অনুষ্ঠান। অনুষ্ঠানের পর ৭ জুলাই বা ২২ আষাঢ় টান পড়বে রথের রশিতে৷ ১৬ জুলাই বা ১ শ্রাবণ পালিত হবে উল্টো রথযাত্রা৷

আরও পড়ুন: Cyclone Remal Latest Update: যে কোনো সময়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল! চিন্তা বাড়াচ্ছে সকলের

প্রতিবছর পুরীর জগন্নাথ মন্দিরে এই দিনে কত দূর থেকে ভক্তরা আসে। এমনও শোনা গিয়েছে যে এই রথযাত্রা (Rath Yatra 2024) পালন করতে এসে কত মানুষ পদপিষ্ট হয়ে মারা যান। এই কদিন পুরীর ধামে লোকে লোকারণ্য হয়ে যায়। এই সময় অনেকেই মানত করেন জগন্নাথ দেবের কাছে। তাদের সেই মনস্কামনা পূর্ণ হওয়ার পরেই পুজো দিতে আসেন। এমনিতেই সারা বছর উড়িষ্যার পুরীতে ভক্তদের সমাগম থাকে। কিন্তু এই বিশেষ কয়েকদিন পুরীতে তিল ধারণের জায়গা থাকে না।

WhatsApp Group Join Now
About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।