Ration Card: ভারতীয় নাগরিকদের প্রত্যেকের কাছেই রয়েছে রেশন কার্ড (Ration Card)। এই রেশন কার্ড নাগরিক পরিচয়র অন্যতম ধারক। শুধুমাত্র পরিচয় নয় বরং প্রতিমাসে এই রেশন কার্ড থেকে মেলে খাদ্য সামগ্রী।। এবার এই রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে সরকার। রেশন কার্ড নিয়ে নানান রকম কারচুপির অভিযোগ বারবার এসেছে সামনে। মৃত মানুষের রেশন কার্ড সচল থাকার মতন অভিযোগ এসেছে।
এবার সবটা খতিয়ে দেখবে রাজ্য যাচাই করা হবে কার্ডধারীদের নাম এবং পরিচয়। যারা অযোগ্য তাদের কার্ড বাতিল করে দেওয়া হবে। রেশন কার্ড (Ration Card) নিয়ে শুধু বাংলা নয় দেশের বিভিন্ন রাজ্যে চলেছে অবৈধ দুর্নীতি। এবার এর পথে হেটে বড় ব্যবস্থা নিতে চলেছে রাজ্য ও কেন্দ্র। গরিব এবং মধ্যবিত্ত মানুষদের জন্য রেশন কার্ড পিছু দেওয়া হয় খাদ্যশস্য।
এছাড়া শ্রেণীবিভেদে প্রত্যেকটা মানুষের রেশন কার্ডে পাওয়া যায় খাদ্যশস্য। সরকারি তরফে এমন কিছু নিয়ম বানানো হয়েছে যাতে অন্ততপক্ষে প্রকৃত মানুষেরা রেশন পান। এবার উত্তরপ্রদেশ সরকার সন্ত কবির নগর জেলায় যাচাই করণ প্রক্রিয়া শুরু করবে। খাদ্য সরবরাহ বিভাগ এই যাচাই করণ প্রক্রিয়া করবে। অযোগ্যদের বাতিল করা হবে এবং যোগ্যদের যোগ করা হবে।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে কেন্দ্র সরকার গরীব মানুষদের প্রতি মাসে দেয় পাঁচ কেজি করে চাল। কিন্তু অনেকেই সেই চাল কিনে বিক্রি করে দিচ্ছেন। আবার গরীব দরিদ্র মানুষেরা পাচ্ছেন না এই চাল। মৃত গ্রাহকদের রেশন কার্ড বাতিল হয়নি দিব্যি তাদের পরিবার রেশন তুলে যাচ্ছেন। ১৬৩৩ জন ব্যক্তির নামে ভুয়ো রেশন তোলা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
সরকারি প্রকল্পের সুবিধা পেতে এখন প্রত্যেকটি মানুষের পরিচয় যাচাই করানো হবে। উত্তর প্রদেশ সরকার সমস্ত জেলায় জেলায় এই কাজ চালাবে। ৮৬৬ রেশন দোকানে চলবে এই কাজ। এর জন্য বায়োমেট্রিক তো করা হবেই রয়েছে আরও কিছু পদ্ধতি। এসব রেশন দোকানে গ্রাহক সংখ্যা রয়েছে, তিন লক্ষ কুড়ি হাজার ৪৪৬ জন।
সরকারের তরফে শুরু হয়েছে কেওয়াইসি আপডেট। যার ফলে এখনো পর্যন্ত ১৬৩৩ জনকে সনাক্ত করা হয়েছে যারা সম্পূর্ণ অযোগ্য! বেনামে এরা রেশন তুলে যাচ্ছিল দিনের পর দিন! এবার সেই অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে শাস্তির ব্যবস্থা করতে চলেছে সরকার! মৃত ব্যক্তিদের জন্য একটি অনসাইট ভেরিফিকেশন করা হচ্ছে। প্রকৃত উপভোক্তারাই পাবেন রেশন।
আরও পড়ুন: Today’s Horoscope: কেমন কাটবে আপনার আজকের দিন? জেনে নিন ১৬ই সেপ্টেম্বরের রাশিফল