Ration Card: দেশের মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার। শুধু তাই নয় কেন্দ্র সরকারের তরফ থেকেও রয়েছে একাধিক প্রকল্প। শিক্ষা ক্ষেত্রে হোক কিংবা কর্ম ক্ষেত্রে বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে এইসব প্রকল্পের শিলান্যাস করেছে দুই সরকার। তার মধ্যে একটি অন্যতম পরিচিত প্রকল্প হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা হল আসলে রেশন প্রকল্প। যার মাধ্যমে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ রেশন পেয়ে থাকেন উপভোক্তারা। উপভোক্তাদের অর্থ উপার্জনের ভিত্তিতে এই রেশনের পরিকাঠামো নির্ণয় করা হয়। চাল ডাল আটা তেল নুন চিনি বিভিন্ন রেশন (Ration Card) দেওয়া হয়।
রেশণ সামগ্রী:
শুধু তাই নয় আবার উৎসব অনুযায়ী পরিবর্তিত হয় এই রেশন। এবার রেশন নিয়ে বড় আপডেট দিয়েছে সরকার। মহামারীর সময় থেকে দেশের মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার। বিশেষ করে মহামারী কবলিত মানুষদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় অনেক মানুষ করেছিলেন বিপর্যয়ের মুখে তাদের কাউকে যাতে না খেয়ে থাকতে হয় তার জন্যই এই ব্যবস্থা নিয়েছিল কেন্দ্রীয় সরকার।
বিভিন্ন রেশন দোকানগুলিতে বিনামূল্যে দেওয়া হতে চাল এবং আটা। এবার রেশন ব্যবস্থা যুক্ত হবে আরো কিছু নতুন সামগ্রী। শুধু চাল আটা নয় আরো কিছু সামগ্রী পেতে চলেছেন রেশন গ্রাহকরা। গম ডাল ছোলা চিনি লবণ সরষের তেল ময়দা এবং মসলা পেতে চলেছেন। খাদ্যের পুষ্টির মাত্রা যাতে আরো বর্ধন করা যায় বিশেষ করে ভেজাল খাবার থেকে রক্ষা পায় সাধারণ মানুষ তার জন্যই এই ব্যবস্থা। এর ফলে দারিদ্র্য উন্মোচিত হবে এবং একইসঙ্গে পাওয়া যাবে পুষ্টিকর খাবার। তবে কিভাবে ডিজিটাল রেশন কার্ড (Ration Card) করবেন।
আবেদন প্রক্রিয়া:
প্রথমে wbpds.wb.gov.in এই ওয়েবসাইটে চলে যান। এরপরে হোম পেজে ভর্তুকি ছাড়া Non subsidized Ration কার্ডের জন্য ক্লিক হেয়ার টু এপ্লাই এ ক্লিক করুন। সেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। এরপরে গেট ওটিপি অপশনে ক্লিক করলেই সেটি লিখে নিতে হবে। নম্বর যাচাই করতে ভ্যালিডেট ট্যাবে ক্লিক করে নিন। আবেদনপত্র সম্পন্ন করুন। এরপর অ্যাড আনাদার মেম্বার ট্যাবে ক্লিক করে নিজের পরিবারের সদস্যদের বিবরণ দিতে পারবেন। সবার শেষে সেভ এন্ড ভিউ অ্যাপ্লিকেশন এতে ক্লিক করে রাখুন। সাবমিট বাটনে চাপ দিন।
আরও পড়ুন: Gold Rate: আজ মঙ্গলবার বাজারে কেমন রয়েছে সোনা রুপোর মূল্য? চলুন জেনে নেওয়া যাক