Realme Neo 7X: মাত্র ১২ হাজারে অত্যাধুনিক ফিচার্সে মিলবে Realme Neo 7X; জানুন বিস্তারিত

Realme Neo7x: স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর। আজ অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে রিয়েলমির দুটি নতুন মডেল Realme Neo 7x ও Neo 7 SE। আগেই জানানো হয়েছিল আজ চিনে এই মডেল দুটি লঞ্চ করবে। প্রথম মডেলটি রিয়েলমি স্মার্টফোন সিরিজের একটি কমদামি সংস্করণ। যার দাম ভারতীয় মুদ্রায় ১২,০০০ টাকার কাছাকাছি হতে ...

Updated on:

Realme Neo7x: স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর। আজ অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে রিয়েলমির দুটি নতুন মডেল Realme Neo 7x ও Neo 7 SE। আগেই জানানো হয়েছিল আজ চিনে এই মডেল দুটি লঞ্চ করবে। প্রথম মডেলটি রিয়েলমি স্মার্টফোন সিরিজের একটি কমদামি সংস্করণ। যার দাম ভারতীয় মুদ্রায় ১২,০০০ টাকার কাছাকাছি হতে পারে। এটি ভারতে Realme 14 5G বা Realme P3 5G নামে আসবে। তবে ভারতে এই ফোনটি কবে লঞ্চ করবে সেই বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। ফোনটির বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে আনা হয়েছে উক্ত কোম্পানির তরফে। আজকের প্রতিবেদনে ফোনটির আকর্ষণীয় ফিচার্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Realme Neo 7x-এর ফিচার্স (Realme Neo7x key Features):

রিয়েলমি নিও ৭এক্স (Realme Neo7x) বিশ্বের প্রথম ফোন যা সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ (Snapdragon 6 Gen 4) প্রসেসরে রান করবে বলে জানা গিয়েছে। এই ডিভাইসটিতে একটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকলেও, ৭.৯৭ মিমির অতি পাতলা বডি বজায় থাকবে। এমনকি ফোনটি বেশ হালকা হবে বলেও ইঙ্গিত দিয়েছে রিয়েলমি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রিয়েলমি নিও ৭এক্স মডেলটিতে জিটি ৭ প্রো ফেসিং এডিশনের অনুরূপ “বাইপাস চার্জিং” প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তিতে ব্যাটারি চার্জ করার পরিবর্তে সরাসরি ফোনে চার্জ ঢোকে অর্থাৎ ব্যাটারির চার্জ স্থির থাকে, কিন্তু চার্জার থেকে সরাসরি ফোনে পাওয়ার আসে। মূলত ব্যাটারিকে উপেক্ষা করে চার্জার থেকে সরাসরি শক্তি গ্রহণ করতে সক্ষম হবে রিয়েলমির এই ফোন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এছাড়া, Realme Neo 7x মডেলে IP66, IP68 এবং IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিংও রয়েছে। অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে, রিয়েলমি তাদের নতুন ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি প্লাস ওলেড (OLED) ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জ রাখতে পারবে।

আরও পড়ুন: Horoscope: মা মঙ্গলচন্ডীর আশীর্বাদ! আজ ভাগ্য বদলাবে এই ৪ রাশির! আজকের রাশিফল ২৫শে ফেব্রুয়ারি