Civic Volunteers: রাজ্যের সকল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশে কর্মরতদের জন্য সুখবর। কিছুদিন আগে পুজোর বোনাস বাড়িয়েছিল সরকার। আর এবার বাড়ল অবসরকালীন ভাতা। নবান্নের তরফে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হল, আগে সিভিক রাজ্যের ভলান্টিয়ার (Civic Volunteers) এবং ভিলেজ পুলিশের কর্মীরা তিন লক্ষ টাকা পেতেন অবসরকালীন ভাতা হিসাবে। আর এবার থেকে সেটা বেড়ে হবে ৫ লক্ষ টাকা।
সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের অবসরকালীন ভাতা বাড়াল সরকার!
নবান্নোর তরফে জারি হওয়া নির্দেশিকা কার্যকর হতে চলেছে চলতি বছরের এপ্রিল মাস থেকে। বারংবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এর আগে ফেব্রুয়ারি মাসে সিভিকদের জন্য বিভিন্ন সুবিধার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাছাড়া রাজ্য বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিভিকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন। তিনি জানিয়েছিলেন, রাজ্য পুলিশের ২০% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। এর পাশাপাশি, সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়েছিল।
এর আগে ২০২০ সাল নাগাদ ঘোষণা করা হয়, ৬০ বছর বয়স অবধি একজন সিভিক ভলেন্টিয়ার যদি চাকরি করেন তাহলে তাঁরা এক কালীন অবসর ভাতা হিসাবে ৩ লক্ষ টাকা পাবেন। এর পর বারংবার অবসর ভাতা বৃদ্ধির দাবি উঠেছিল। আর এবার অবশেষে বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
আরও পড়ুন: Today’s Horoscope: লক্ষীবারে ভাগ্য সহায় থাকবে কোন কোন রাশির; চোখ রাখুন আজকের রাশিফলে