Riddhi-Madhumita: এবছর স্বাধীনতা দিবসের দিন অভিনেত্রী মধুমিতা সরকার তাঁরসোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন, আর সেখানে তিনি ভারতবর্ষ বানানটি ভুল লেখেন। আর তারপরই তাঁকে রীতিমত তুলোধোনা করলেন ঋদ্ধি সেন। আর ছড়িয়ে পড়ে বিতর্ক যদিও বর্তমানে তিনি পোস্টটি ডিলিট করে দিয়েছেন। সাদা চুড়িদার পরে নানা ভঙ্গিমায় ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মধুমিতা সরকার। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘স্বাধীনতা দিবেস একটাই প্রার্থনা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।’ আর তাঁর এই পোস্ট দেখেই কটাক্ষ করেছেন ঋদ্ধি।
আর এই দেখেই ঋদ্ধি এদিন তাঁর পোস্টে লেখেন, ‘স্বাধীনতা দিবেস? ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল! ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্য থেকে। রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ ৭৮ তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা হচ্ছে না।
যে রাজ্যের এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেল রক্তে সেই রাজ্যে এদের মত অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে। এরা কোনও দিনই শিল্পী হতে পারবে না, ছিল না অভিনেতা। অভিনয় শিল্পর সঙ্গে যুক্ত থাকতে গেলে প্রয়োজন সামাজিক সংযোগ, প্রয়োজন শিক্ষা। সমাজ, ইতিহাস, শিক্ষা এই শব্দগুলো এদের কাছে ভিনগ্রহী।’
ঋদ্ধির পোস্টের পাল্টা জবাব দিতে গিয়ে মধুমিতা অবশ্য ঋদ্ধির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে নারাজ, কারণটা তাঁর মা রেশমি সেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনেত্রীর মায়ের চরিত্রে দেখা গিয়েছিল রেশমিকে। তাই এই ধারাবাহিকের সময় থেকে ঋদ্ধির মায়ের সঙ্গে পরিচয় মধুমিতার।
মধুমিতা লেখেন “আমি যদি অবাঙালি হতাম, তা হলে সচেতন ভাবে ‘দিবেস’ লিখতাম!” সঙ্গে আরও লেখেন ‘‘আসলে একটা পোস্টে দুটো টাইপো দেখে উনি ভেবেছেন উনি আমাকে খুব চেনেন।’’ যদিও মধুমিতাকে নিয়ে করা পোস্টটি ইতিমধ্যেই মুছে ফেলেছেন ঋদ্ধি। এ দিকে যে দু’টি বানান ভুল লিখেছিলেন সে দু’টি সংশোধন করে ফেলেছেন মধুমিতা। তবু বাগ্যুদ্ধ চলছে।
অন্যদিকে ১৪ অগাস্টের রাত দখলের একটি ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় ভুল বানান দিয়েই নিজে পোস্ট করেছেন ঋদ্ধি। সেখানে তিনি মাতৃভূমির জায়গায় মাতৃভুমি লিখেছেন। এমনকি প্রণাম, সংগৃহীত বানান দুটিও ভুল লিখেছেন তিনি!
আরও পড়ুন: Reliance: মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির পর আবারও বড় ঝটকা দিল রিলায়েন্স জিও! জানুন বিস্তারিত