Alor Kole: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর কোলে’ (Alor Kole)। এই ধারাবাহিকের গল্প টিভি পর্দার অন্যান্য মেগার চাইতে একেবারেই আলাদা। ধারাবাহিকের নায়িকা আলো মৃত। তবে দ্বিতীয় নায়িকা রাধাকে নিয়েই গড়াচ্ছে গল্পের ধারা। আলোর মেয়েকে নিজের সন্তানের মতো বড় করছে রাধা। পুপুলকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে।ধারাবাহিকের নায়ক আদিত্য ওরফে আদি। তবে এবার মেগার গল্পে নাম জুড়লেন টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)।
‘আলোর কোলে’ ধারাবাহিকে নতুন নায়ক ঋষভ বসু!
জমে উঠেছে জি বাংলায় সম্প্রচারিত ‘আলোর কোলে’ (Alor Kole) ধারাবাহিক। ধারাবাহিকে দেখা যাচ্ছে গল্প থেকে বিদায় নিয়েছে লাল শাড়ি পরা আলো। মেয়েকে দেখা দিয়ে, রাধার হাত ছাড়িয়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে আলো। আলো বিদায় নিতে বেজায় মন খারাপ ধারাবাহিকের দর্শকদের। তাই সশরীরে আলোকে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করেছে চ্যানেল।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় আদিত্যর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়েছে আলোর মতো হুবহু দেখতে অপর একজন মহিলা। আদিত্য তাঁকে আলো বলেই ডাকছে। যদিও এই আলো অনেক বেশি আধুনিক। কিন্তু সে কি সত্যিই আলো নাকি অন্য কেউ? হতে পারে এটা মেঘার একটা চাল। যদিও বিষয়টা এখনো স্পষ্ট হয়নি।
ধারাবাহিকে আলোর আগমনের পাশাপাশি অপর নায়ক ঋষভ বসুর অভিষেক ঘটলো। দেখা যাচ্ছে, ঋষভ এখানে একজন উকিল। সে আগের থেকেই রাধাকে চেনে। রাধা তাঁর পূর্ব পরিচিত মানুষটিকে দেখে চমকে ওঠে। তখন ঋষভ বলে, চমকানোর কি হয়েছে। পাশ থেকে আদিত্য জিজ্ঞাসা করে, কে ইনি। তখন রাধা পরিচয় দেয়, ইনি হলেন উকিল।
সেখানে উপস্থিত ছিল মেঘাও। উকিলের নাম নিতে বেজায় চমকে যায় সে। অর্থাৎ ধারাবাহিকে দুই নায়ক নায়িকার উপস্থিতি বদলাতে চলেছে চিরন্তন ট্র্যাক। একদিকে আলোর মতো দেখতে একজন নতুন মানুষ, অথবা আলো নিজে। অন্যদিকে নতুন নায়ক ঋষভ, ‘আলোর কোলে’ গল্পে আসতে চলেছে একাধিক চমক। তার জন্য জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে আপনাদের।