Rose Valley Deposit Refund Update: রোজভ্যালি চিটফান্ডের কথা মনে আছে নিশ্চয়ই। সেই সময় কত মানুষ ভরসা করে নিজেদের গচ্ছিত টাকা জমা রেখেছিল সেই ফান্ডে (Rose Valley)। তারপরে সেই ফান্ডের টাকা রাতারাতি গায়েব হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে সেই চিটফান্ডের টাকা নাকি ফেরত দিতে চলেছে কর্তৃপক্ষ। কিছুদিন আগেই রোজভ্যালি সংস্থার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে।
সেই সমস্ত টাকা আমজনতাকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। রোজভ্যালিতে রাখা টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার জন্যে বড় পদক্ষেপ করেছে ইডি। বৃহস্পতিবার অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি ৪০ লাখ টাকার চেক তুলে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, রোজভ্যালিতে টাকা রাখা আমানতকারীদের তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে এই অ্যাসেট ডিসপোজাল কমিটির উপর।
রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে তদন্ত করার সময় কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই বাজেয়াপ্ত সম্পত্তি বাবদ এই ১৯ কোটি ৪০ লাখ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দিয়েছিল ইডি। গতকাল ম্যাঙ্গো লেনে গিয়ে অ্যাসেট ডিসপোজাল কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ইডির স্পেশাল ডিরেক্টর, যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার কর্তারা।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইডি কর্তা এবং অ্যাসেট ডিসপোজাল কমিটির বৈঠকের পরই আমানতকারীদের জন্য নোটিস দিয়ে বলা হয়, তাঁরা টাকা ফেরত পেতে যেন নির্দেশিকা মেনে ওয়েবসাইটে যোগাযোগ করেন। শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই তাঁরা টাকা ফেরত পাওয়ার জন্যে দাবি জানাতে পারবেন। আবেদন কার্য শেষ হবার পর সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা হবে তারপর সবার টাকা ফেরত দেওয়া হবে যার যার একাউন্টে। টাকা ফেরত পেতে কোন ওয়েবসাইটে গিয়ে আমানতকারীদের আবেদন জানাতে হবে? জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, www.rosevalleyadc.com – এই ওয়েবসাইটে গিয়ে টাকা ফেরতের আবেদন করতে হবে আমানতকারীদের।