Rupanjana Mitra: ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেছিলেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ও রাতুল মুখোপাধ্যায়। তাদের দাম্পত্যের নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। তবে রবিবার রাতে দিলেন এক দুঃসংবাদ। বিয়ের ৪ মাস সম্পূর্ণ হওয়ার আগেই স্বজন হারালেন অভিনেত্রী।
বিয়ের আগে প্রায় ৬ বছর সহবাস সম্পর্কে ছিলেন রাতুল আর রূপাঞ্জনা। ছেলে রিয়ানের সম্মতিতেই এই সম্পর্কে জড়ান দুজনে। বাবার ভালোবাসা দিয়েই ছোট্ট রিয়ানকে আগলে রাখেন রাতুলও। বাবা-ছেলের ভালোবাসাকে বেশ উপভোগ করেন রূপাঞ্জনা।
মাস চারেক আগে সেরেছেন বিয়ে। চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছে নতুন ছবি। ধারাবাহিকও চলছে দারুণ গতিতে। তা সত্ত্বেও শোকের ছায়া রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra) পরিবারে।সোশ্যাল মিডিয়ায় পোষ্য প্যারিসের ছবি পোস্ট করেন রূপাঞ্জনা। ক্যাপশনে জানালেন তার মৃত্যুর কথা।
চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে রাতুলের ছবি ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, যেখানে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে রূপাঞ্জনাকে। ছবিটি বক্স অফিসে ভালই সাড়া পেয়েছে সঙ্গে দর্শকের প্রশংসাও । এত আনন্দের মাঝেও বিষাদের আবহ রূপাঞ্জনার জীবনে। প্রিয় পোষ্যকে হারানোর যন্ত্রণার তিনি পোষ্যর ছবির পোস্ট করে লেখেন-
View this post on Instagram
‘আজ, আমি আমার প্রিয় প্যারিসকে বিদায় জানালাম, যে আমার সঙ্গে ছিল সুন্দর ১৫টা বছর ধরে। শুধু পোষ্যর থেকে অনেক বেশি ছিল ও, আমার সর্বক্ষণের সঙ্গী ছিল, সারাক্ষণ শর্তহীন ভালবাসা ও আনুগত্যের সঙ্গে। প্যারিস, আমার মিষ্টি পাগ, তোকে কত মিস করব ভাষায় বোঝাতে পারব না, কিন্তু যে আনন্দ ও স্মৃতি আমার জীবনে তুই নিয়ে এসেছিলি তা চিরকাল আমার সঙ্গে থাকবে।
শান্তিতে থাকিস, আমার ছোট্ট প্রিয় বন্ধু। আমি প্রচণ্ড ভালবাসি তোকে! আবার দেখা হওয়া পর্যন্ত।’ পোষ্যের ভাল নাম প্যারিস হলেও তিনি আদর করে তার ডাকনাম রেখেছিলেন ফুন্টুবালা।