Salary Hike: পুজোর মুখে রাজ্য সরকার একেরপর এক বেতন বৃদ্ধির খবর দিচ্ছে। সামনেই উৎসবের মরশুম এর আগেই সুখবর রইলো রাজ্যের সরকারী কর্মীদের জন্য। এক ধাক্কায় ৬০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হলো। তবে সব সরকারী কর্মীদের বেতন বাড়ানো হয়নি। কিছু কিছু কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। উৎসবের মরশুমে একটানা ছুটি মিলবে সরকারী কর্মচারীদের। এরই মধ্যে বেতন বৃদ্ধির খবরে এই বিশেষ পদের সরকারী কর্মচারীদের অবস্থা সোনায় সোহাগা।
রাজ্যের দুই হিট সরকারী প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পে কর্মরত শর্তাধীন কর্মচারীদের বেতন বাড়ানো হলো। Salary Hike হওয়ার খবরে খুশি চুক্তি ভিত্তিক কর্মীরা। সম্প্রতি রাজ্য সরকার সরকারি ভাবে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবরটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২০ সালের ১৬ই অক্টোবরের প্রকাশিত নোটিফিকেশনে যেসব কর্মী চুক্তিভিত্তিক ভাবে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সাথে কাজ করে আসছে এবং যাঁরা IT বিভাগের দায়িত্বে নেই তাদের জন্যই মূলত এই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার এবং রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন সর্বচ্চো ৬ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট এর বেতন ৬ হাজার টাকা বাড়িয়ে করা হলো ২১ হাজার টাকা।
ডেটা ম্যানেজার পদের বেতন ৫ হাজার টাকা বেড়ে হয়েছে ১৬০০০ টাকা এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার পদে বেতন ৪ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ১৫০০০ টাকা। অন্যদিকে রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট এর বেতনও ৬ হাজার টাকা বৃদ্ধি পেয়ে হয়েছেন ২১০০০ টাকা এবং ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন ৫ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ১৬০০০ টাকা।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২১ হাজার টাকা বেতনে যেসব কর্মী কাজে যোগ দেবেন তাদের বছরে ৮০০ টাকা salary hike করা হবে। কেউ যদি দশ বছর চাকরি করে তবে তার বাৎসরিক বৃদ্ধি হবে ১০০০ টাকা করে। অন্যদিকে ১৫ বছর চাকরি করেন তবে বছরে তার ১২০০ টাকা বেতন বৃদ্ধি হবে।
আরও পড়ুন: Weather Forecast: রবিবারেও বৃষ্টির জেরে মাটি হবে শপিং! বেরোনোর আগে জেনে নিন রবিবারের ওয়েদার আপডেট