লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Sania Mirza: পরিবারে এলো নতুন সদস্য? নব জাতককে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন টেনিস তারকা সানিয়া মির্জা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Sania Mirza: চলতি বছরের শুরুর দিকেই সানিয়া মির্জা (Sania Mirza) এবং শোয়েবের ডিভোর্সের খবর নিজেই সোশ্যাল মিলিয়ে জানিয়েছিলেন সানিয়া (Sania Mirza)। বেশ কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন একে অপরের থেকে সে কথা কারোরই অজানা নয়। যদিও এই বিষয় নিয়ে সরাসরি কখনই তারা মুখ খোলেননি।

তবে বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যখন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের তৃতীয় বিয়ের ছবি সামনে আনেন। কিন্তু একদিকে যেমন শোয়েব নিজেদের নতুন সংসার নিয়ে ব্যস্ত। তেমনি অন্যদিকে সানিয়া তার ছেলের সঙ্গে সবটা নতুন করে শুরু করে নিচ্ছে। সবটা গুছিয়ে নিচ্ছে নিজের মতো করে। নিজের ছেলেকে নিয়ে এবারে আলাদাভাবে জীবন শুরু করছেন সানিয়া। আর সানিয়ার এই সাহসিকতাকে অনেকেই প্রশংসা জানিয়েছেন।

সানিয়া এবং শোয়েব অনেক মাস ধরেই একে অপরের থেকে আলাদা থাকছিলেন। ছেলেকে সাথে নিয়ে সানিয়া রয়েছেন। অন্যদিকে শোয়েব নিজের নতুন জীবন যাত্রা শুরু করেছেন। তার জন্য সানিয়া তাকে অভিনন্দনও জানিয়েছেন। সানিয়া এবং শোয়েবের আলাদা হওয়া এবং তার তৃতীয় বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ট্রোলের শিকার হতে হয়েছে শোয়েব কে। শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে ইজহানকে নিয়ে দুবাইতে থাকেন সানিয়া। নিজেদের বিচ্ছেদ নিয়ে এখনো সরাসরি ভাবে কিছুই জানাননি টেনিস তারকা। নিজেকে সবকিছু থেকে সামলে, শক্ত রেখে সামনের দিকে ছেলেকে নিয়ে এগিয়ে চলেছেন তিনি। সম্প্রতি, সানিয়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এই ছবি নিয়েই আপাতত জল্পনা তৈরি হয়েছে।

WhatsApp Group Join Now

সানিয়া মির্জা তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তাঁর ছেলে ইজান মির্জা মালিকের একটি ছবি শেয়ার করেছেন। একইসঙ্গে এই ছবিতে এক নবজাতক শিশুকে কোলে ধরে আদর করে দেখতে দেখা যায় সানিয়াকে। ছবি পোস্ট করে ক্যাপশনে সানিয়া লিখেছেন, ‘অবশ্যই অন্ধকার আছে, তবে এভাবেই আলো আসে।’ এই ছবি নিয়েই শুরু হয়েছে জল্পনা।

অনেকেই ভেবে নিয়েছেন হয়তো আবারো মা হয়েছেন সানিয়া। যার কারণে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। আসলে ছবিতে থাকা শিশুটি সানিয়ার নয়, তার বোন আনাম মির্জার। ছবিটি দেখে মনে হচ্ছে এটি আনামের ছোট মেয়ে দুয়ার জন্মের সময় তোলা হয়েছিল।

আরও পড়ুন: Gold Rate: আজ শুক্রবার আবারও কমলো সোনার দাম, সোনা কেনার এই মোক্ষম সুযোগ হাতছাড়া করবেন না

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।