Jishu-Sara-Nilanjana: দীর্ঘদিন ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনার বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। প্রথমদিকে সেই খবর নিয়ে নেটিজেনদের মনে ধোঁয়াশা থাকলেও ধীরে ধীরে সেই খবর যে সত্যি তা স্পষ্ট হয়েছে। যিশু নীলাঞ্জনা যে আলাদা হচ্ছে সেটার আরো একবার প্রমাণ পাওয়া গেল। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ফলে যীশু নীলাঞ্জনার দুই মেয়ে সারা এবং জারা দুজনেই মায়ের পাশে রয়েছে এই লড়াইতে। কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে নিজের বাবা যীশু সেনগুপ্ত কে আনফলো করেছেন মেয়ে সারা, যা নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল।
এবারে মেয়েরা সাফল্যে পাশে দেখা গেল না বাবা যীশু সেনগুপ্ত কে। ছোট্ট সারা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, দেখতে দেখতে ১৯ বছরের সুন্দরী যুবতী হয়ে উঠেছে সে। মাঝেমধ্যেই সারা কে ব়্যাম্প। ওয়াক করতে দেখা যায়। সম্প্রতি সেরকমই লাল পাড় সাদা শাড়ি পড়ে ব়্যাম্প এ হেঁটে মাতিয়ে সকলকে তাক লাগিয়ে দিল সারা। এর আগেও মার্জার সরণীতে হাঁটতে দেখা গিয়েছে সারা কে। এবারে প্রথমবার শাড়ি পড়ে ব়্যাম্প এ হেঁটে সকলকে তাক লাগিয়ে দিল সে।
এক নামী শাড়ি ব্র্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন ব়্যাম্পে যিশু কন্যা। মডেলিং সারার রক্তে রয়েছে সেটা দেখলেই বোঝা যায়।অঞ্জনা ভৌমিকের নাতনির মধ্যে ব়্যাম্পে স্টাইল আর এলিগেন্সের খামতি নেই। ঐদিন সারা কে স্লিভলেস ডিপনেকলাইনের ব্লাউজের সঙ্গে সামনে আঁচল করে পরা শাড়ি, খোলা চুল আর মানানসই মেকআপে দেখা গিয়েছে। খুবই সুন্দর লাগছিল সারা কে ওই সাজে। বিশেষ দিনে মেয়ের পাশে দেখা গিয়েছে মা নীলাঞ্জনা কে। মার্জার সরণীর পাশে বসে সারার জন্য চিৎকার করলেন নীলাঞ্জনা, কেঁদেও ফেললেন মেয়েকে ব়্যাম্পে হাঁটতে দেখে। উপস্থিত ছিলেন সারার মাসি চন্দনা শর্মাও। তবে ছিলেন না বাবা যীশু সেনগুপ্ত। যীশু নীলাঞ্জনার দাম্পত্য অশান্তির প্রভাব পড়েছে সন্তানদের জীবনেও।
View this post on Instagram
f
নীলাঞ্জনা কে ঐদিন কালো রংয়ের প্যান্টের সঙ্গে স্লিভলেস হাইনেক টপে সঙ্গে কালো রঙা স্লিং ব্যাগ, চোখে কালো ফ্রেমের চশমা পড়ে দেখা গিয়েছে। দ্বিতীয়বার ব়্যাম্পে হাঁটার অভিজ্ঞতা নিয়ে সারা জানিয়েছে, ‘খুব এক্সাইটিং, আমার কাছে শাড়িতে ব়্যাম্পে হাঁটাটা একদম নতুন অভিজ্ঞতা। মা মডেলিং করত, ওঁনার থেকে অনেক টিপস পেয়েছি।’ ‘আমি কেঁদে ফেলায় খুব লজ্জিত! আসলে সারার চেয়ে আমি বেশি নাভার্স ছিলাম, ওর জন্য এটা একটা বড় প্রাপ্তি। আনন্দ শাড়ির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই শো-টা ওর হাত ধরে শুরু হল, ভাবা যায়! সারা ব়্যাম্পকে ভালোবাসে, আর ব়্যাম্পও ওকে পালটা ভালোবাসে।’
সম্প্রতি অভিনয় এবং মডেলিংয়ের জন্য বিশেষভাবে পুরস্কৃতও হয়েছেন সারা সেনগুপ্ত। সেই অনুষ্ঠানেও মেয়ের পাশে দেখা গিয়েছে শুধু নীলাঞ্জনাকে। যিশুর জীবনের নতুন নারীর নাম শিনাল সুর্তি। যিশুর সঙ্গে শিনালের আলাপ প্রায় এক দশকের। সূত্রের খবর অনুযায়ী দীর্ঘ অনেক মাস ধরেই নাকি শিনালের সঙ্গে মুম্বাইতে বসবাস করছেন যীশু। আর এই পরকীয়ার জেরেই স্ত্রী এবং মেয়েদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে যীশু সেনগুপ্তর।
আরও পড়ুন: Rupanjana Mitra: মুসলিম স্বামীকে ডিভোর্স দিয়ে রাতুলের সঙ্গে বিয়ে, ৪ মাস পরই সঙ্গীহীন রূপাঞ্জনা