LIC Best Policy: ভারতের বিনিয়োগকারী বিশ্বাসযোগ্য সংস্থাগুলির মধ্যে যদি পছন্দের তালিকায় সবার উপরে কারো নাম থেকে থাকে তাহলে সেটা হলো এলআইসি। এলআইসির জীবন বীমা সংস্থা ভারতীয় বিনিয়োগকারী সংস্থা গুলির মধ্যে অন্যতম। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এটি ভারতীয়দের মনে বিশ্বাস এর জায়গা তৈরি করে এসেছে। লক্ষ লক্ষ ভারতবাসী এই বিনিয়োগকারী সংসার মাধ্যমে নিজেদের কষ্টের উপার্জন করার টাকা সঞ্চয় করে।
মূলত কোন ব্যক্তির মৃত্যুর পরে তার পরিবার এবং পরিবারের সদস্যদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তারা যাতে কোন সমস্যায় না পড়ে তাই জন্যই এলআইসি করেন মানুষজন। আপনার উপার্জিত অর্থ এখানে সুরক্ষিত থাকবে এবং মেয়াদ শেষে আপনি তা সুদ সমে ফেরত পাবেন। এলআইসির এমন বহু স্কিম আছে যেখানে আপনি অল্প কিছু বিনিয়োগ করেও ভালো টাকা রিটার্ন পাবেন। আজকে আপনাদের সেরকমই একটি স্কিম সম্পর্কে বিস্তারিত জানাবো। এই স্কিমের নাম আধার স্তম্ভ পলিসি (LIC)।
আধার স্তম্ভ পলিসি হল এলআইসির এমন একটি পলিসি যেখানে আপনি নিশ্চিন্তে আপনার টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে এই স্কিম শুধুমাত্র পুরুষদের জন্য। এই পলিসিতে বিনিয়োগ করতে গেলে কিছু জিনিস প্রয়োজন। আধার স্তম্ভ পলিসি-তে বিনিয়োগ করতে হলে আপনার অবশ্যই আধার কার্ড থাকতে হবে। এছাড়া পলিসি জারি করার তারিখ থেকে রিস্ক কভারেজ পাওয়া যায়। মেয়াদ শেষে আপনি পুরো টাকা পেয়ে যাবেন এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর হলে নমিনির হাতে টাকা তুলে দেওয়া হয়।
যদি আপনি এই পলিসি করেন তাহলে আপনাকে কত টাকা জমাতে হবে জানেন কি? প্রতিদিন মাত্র ৩০ টাকা করে জমালেই আপনি মেয়াদ শেষে লাখ টাকা ফেরত পাবেন। ২০ বছরের জন্য বিনিয়োগ করলে মেয়াদ শেষে মিলবে ৩.৯৭ লক্ষ টাকা। বছরে আপনাকে প্রিমিয়াম দিতে হবে ১০,৮২১ টাকা। মাসের হিসেব ধরলে প্রতি মাসে পড়বে ৯০১ টাকা। অর্থাৎ প্রতিদিন ৩০ টাকা করে।
পলিসি হোল্ডার চাইলে দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন। আপনি গ্যারান্টি সহ মেয়াদ শেষে তিন লাখ টাকা রিটার্ন পাবেন। পাশাপাশি মোট বিনিয়োগের ৪.৫ শতাংশের বার্ষিক রিটার্ন ধরে ৯৭,৫০০ টাকা লয়্যালটি যোগ হবে। সব মিলিয়ে হাতে আসবে ৩,৯৭,৫০০ টাকা। এই পলিসির সব থেকে বড় সুবিধা হল এখানে ডেথ বেনিফিট পাওয়া যায়। ৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষেরা এলআইসির আধার স্তম্ভ পলিসি কিনতে পারেন। একটি বিষয় মাথায় রাখতে হবে প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার সময় কখনই যেন আবেদনকারীর বয়স ৭০ এর বেশি না হয় (LIC)।
পলিসির ন্যূনতম মৌলিক পরিমাণ ৭৫,০০০ টাকা এবং সর্বাধিক ৩ লাখ টাকা। এই পলিসির মেয়াদ কিন্তু ১০ থেকে ২০ বছর। আপনি যদি ৩৫ বছর বয়সে পলিসিটি কেনেন তাহলে ১৫ বছরের জন্য আপনাকে বছরে ১০ হাজার টাকা প্রিমিয়াম দিতে হবে। মেয়াদ পূর্তিতে দুই লাখ টাকার সঙ্গে আপনি পেয়ে যাবেন লয়্যালটি।
আরও পড়ুন: Mamata Shankar: শাড়ির আঁচল বিতর্ক অতীত! এবার আরজি কর ঘটনার বিচার চেয়ে রাস্তায় নামলেন মমতা শঙ্কর