Sawan Month Rituals: বাংলা ক্যালেন্ডারে এখন চলছে শ্রাবণ মাস। আরে শ্রাবণ মাস পড়তেই মহিলারা হাতে পড়ে নিয়েছেন কাচের সবুজ চুড়ি। না না কোন রাজনৈতিক রঙের জন্য নয়। মহাদেবকে তুষ্ট করার জন্য বিবাহিত এবং অবিবাহিত মহিলারা পড়ছেন সবুজ চুড়ি। সোশ্যাল মিডিয়ায় এখনো সবুজ চুড়ির ঝড়। শ্রাবণ মাস পড়তেই নেট পাড়া জুড়ে ভাইরাল হয়েছে মহিলাদের হাতে সবুজ চুড়ি।
তবে শুধু সমাজ মাধ্যমেই নয়, রাস্তাঘাটেও দেদার বিক্রি হচ্ছে সবুজ চুড়ি। বাজার হাটে ইতিমধ্যেই সবুজ চুরির পসরা সাজিয়ে বসে পড়েছেন চুড়ি বিক্রেতারা। আর নতুন ‘ট্রেন্ডে’ গা ভাসিয়ে দেদারে চুড়ি কিনছেন মহিলারাও (Sawan Month Rituals)। কিন্তু জানেন কি শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরার আসল কারণ? কি রয়েছে এর নেপথ্যে?
কেন পড়তে হয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি, জানেন কি তারা আসল কারণ?
হিন্দু পুরাণ বিশেষজ্ঞরা বলেন- শ্রাবণ মাস হল মহাদেবের জন্ম মাস । কোনও এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর দেবাদিদেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন। সেই সঙ্গে হাতে সবুজ চুড়ি পরেছিলেন তাঁর ভালবাসা ও ভক্তির প্রতীক হিসাবে। এদিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব। তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন।
হঠাৎই সবুজ চুড়ি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হন মহাদেব। তখন তিনি সেই মহিলার কাছ থেকে তাঁর পরিচয় জানতে চান। তিনি যখন জানতে পারেন, ওই মহিলাই দেবী পার্বতী এবং স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার কঠোর প্রচেষ্টার কথা তখন মহাদেব আনন্দে আপ্লুত হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন। সেই সঙ্গে তাঁর ভক্তি ভালবাসায় অনুপ্রাণিত হয়ে ভগবান শিব, দেবী পার্বতীকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পুরান বিশেষজ্ঞরা আরও বলেন- পার্বতী তখন বলেছিলেন, যে সমস্ত বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবে তারা যেন তাঁর মতই সুখী ও সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে। ভগবান শিব বর প্রদান করে তাঁর ইচ্ছা পূরণ করেছিলেন। হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেন ঐশ্বরিক দম্পতির আশীর্বাদ লাভ করে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করার জন্য।
প্রসঙ্গত, শিব-পার্বতীর পৌরাণিক কাহিনীটি প্রেম, ভক্তি ও স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধনের তাৎপর্যকেই তুলে ধরে এই চুড়ি। মূলত বিহার, উত্তরপ্রদেশের মহিলাদের মধ্যে শ্রাবণ মাসে সবুজ চুরি করার প্রচলন বেশি লক্ষ করা যায় । কিন্তু এখন বাংলার মহিলারাও শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে শুরু করেছেন মহিলারা।