Summer Vacation: গরমের অতিরিক্ত দাবদহ সহ্য করতে না পেরেই পড়ুয়াদের কথা মাথায় রেখে এপ্রিল মাসের মাঝামাঝি সরকারি সমস্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করে দেওয়া হয়েছিল। যেখানে মে মাস থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল সেখানে এপ্রিল মাসেই স্কুলগুলি গরমের ছুটি দিয়ে দেয়। তবে বর্তমানে গরমের দাবদহ অনেকটাই কমেছে। বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা সেভাবে আর বাড়েনি। যার কারণে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবার স্কুলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নাও হয়েছে।
এপ্রিল মাসে বাধ্য হয়েই পড়ুয়াদের কথা মাথায় রেখে গরমের ছুটি দেওয়া হয়েছিল। এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জুন মাসের ৩ তারিখ থেকে স্কুলগুলি ফের খুলে দেওয়া হবে। কারণ বর্তমানে সেই তীব্র দাবদাহ আর নেই। ৩রা জুনের পর ৪ঠা জুন হবে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা। ভোটের কারণেও অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে। যেহেতু স্কুলগুলিতে মধ্যে সামরিক বাহিনী রয়েছে তাই ঠিকভাবে পঠন পাঠনযোগ্য যাতে করে তোলা হয় এই ক’দিনের মধ্যেই সেই নির্দেশও দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে (Summer Vacation)।
স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে গরমের ছুটির কারণে যে কদিন স্কুলে পঠন-পাঠন বন্ধ ছিল সেই ক্ষতিপূরণের দিকে যাতে নজর দেওয়া হয়। স্কুল খোলার পরে যাতে বিশেষ ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের দিকে নজর দেওয়া হয়। এবারে বাংলায় বর্ষা তাড়াতাড়ি আসার কথাও রয়েছে। সুতরাং আশা করা যায় গরমের সেই তীব্র দাবদহ থেকে হয়তো স্বস্তি পাচ্ছে বাংলার মানুষ।