শিয়ালদা শাখার (Sealdah Route) ট্রেন যাত্রীদের সমস্যা যেন রোজকার সঙ্গী। অফিস টাইম হোক বা ছুটির দিন, ট্রেন দেরি (Train Delay) বা হঠাৎ ট্রেন দাঁড়িয়ে যাওয়া (Train Halt) – এসব যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) বারুইপুর-ডায়মন্ড হারবার (Baruipur-Diamond Harbour) রুটে যারা যাতায়াত করেন, তাদের দুর্ভোগের সীমা নেই। প্রতিদিন সকাল-সন্ধ্যা এই সমস্যার সম্মুখীন হতে হয় বহু যাত্রীকে।
সমস্যা এতদিন ছিল কেন?
আসলে ট্রেনের গতি রুখে দিত ওভারহেড (Overhead Equipment) ভোল্টেজের (Voltage Problem) সমস্যা। মাঝেমধ্যেই পাওয়ার (Power Supply) সমস্যায় ট্রেন দাঁড়িয়ে পড়ত কোনও না কোনও স্টেশনে। শুধু দেরিই নয়, এই সমস্যার জেরে বিপত্তি তৈরি হত অফিস যাত্রায় বা বাড়ি ফেরা পথেও। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিলেন নিত্যযাত্রীরা।
পূর্ব রেলের (Eastern Railway) বড় উদ্যোগ
অবশেষে রেল (Railway) শোনাল সুখবর। যাত্রীদের সমস্যা দূর করতে এক বড় পদক্ষেপ নিল পূর্ব রেল (Eastern Railway)। রেল সূত্রে খবর, ২ এপ্রিল থেকে শিয়ালদা শাখার (Sealdah Division) হোটর স্টেশনে (Hotor Station) চালু হয়েছে ট্রাকশন সাব-স্টেশন (Traction Substation – TSS)। এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই সাব-স্টেশন চালুর ফলে ট্রেনে ওভারহেড ভোল্টেজের (Overhead Voltage Problem) সমস্যা অনেকটাই কমবে।
কী সুবিধা মিলবে নতুন ব্যবস্থায়?
এই ট্রাকশন সাব-স্টেশনের (Traction Substation – TSS) মাধ্যমে বারুইপুর-ডায়মন্ড হারবার (Baruipur-Diamond Harbour Route) শাখার রেল যাত্রীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ট্রেন আর হঠাৎ করে দাঁড়িয়ে যাবে না। ভোল্টেজের (Voltage) সমস্যায় ট্রেন লেট (Train Late) হওয়ার আশঙ্কাও থাকবে না। রেলের (Railway) দাবি, ট্র্যাকশন পাওয়ার (Traction Power Distribution) নেটওয়ার্কের (Network) ক্ষমতা বেড়ে যাওয়ায় বহু সমস্যার সমাধান হবে।
কীভাবে সফল হল এই প্রকল্প?
রেল সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিবহণ সংস্থা (WBSETCL) এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা (WBSEDCL)-র সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। যৌথ পরিমাপ ও পরীক্ষা করার পরেই চালু হয়েছে নতুন এই ট্রাকশন সাব-স্টেশন (Traction Substation – TSS)। প্রশ্ন উঠেছে, শুধু বারুইপুর-ডায়মন্ড হারবার (Baruipur-Diamond Harbour Route) নয়, আগামী দিনে কি শিয়ালদা শাখার (Sealdah Division) অন্য রুটেও এই পরিষেবা মিলবে? এই উত্তর সময়ই দেবে। তবে আপাতত বারুইপুর-ডায়মন্ড হারবার (Baruipur-Diamond Harbour) রুটের নিত্যযাত্রীদের মুখে হাসি ফুটিয়েছে রেলের (Eastern Railway) এই উদ্যোগ।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |