Sheikh Hasina: প্রতিরোধের মুখে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। দেশ ছাড়ার আগে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে। হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। দফায় দফায় অশান্তি হচ্ছে প্রতিবেশী দেশে। এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গড়ছে সেনা। এখনো অবধি প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে।
তবে এবার হিংসার শিকার হলেন এক সরকারি আধিকারিক। জানা গিয়েছে, রংপুর সিটি করপোরেশনের হিন্দু কাউন্সিলর হারাধন রায় হারাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, বেছে বেছে বিক্ষোভকারীরা ইসকন ও কালী মন্দিরসহ হিন্দুদের বাড়িঘর ও মন্দির টার্গেট করছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি থেকে শুরু করে মন্দির। রীতিমতো প্রাণভয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছেন সাধারণ মানুষ।
বাংলাদেশ ছাড়ার পর নয়া দিল্লির কাছে, গাজিয়াবাজে ভারতীয় বায়ুসেনার হিন্দোন ঘাঁটিতে নেমেছে শেখ হাসিনার (Sheikh Hasina) বিমান। সূত্রের খবর লন্ডনে যেতে চান শেখ হাসিনা। তাঁর বোন, শেখ রেহানা ব্রিটিশ নাগরিক। তবে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনই প্রস্তুত নয় ব্রিটেন। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে তারা এউ মুহূর্তে আশ্রয় দিতে পারবে না।
তাহলে কি ভারতেই থাকবেন হাসিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রীতিমতো হিংসার হিংসার আগুনে জ্বলছে ওপার বাংলা। মূলত প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগ ঘিরে এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে।
রবিবার হিংসায় বাংলাদেশে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০০ জনে দাঁড়িয়েছে। পুলিশ, আধিকারিক এবং হাসপাতালের চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। সীমান্তের ওপারে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা৷ পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে সীমান্তে। পাশাপাশি ভারতীয় সেনাকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি তাতে আতঙ্কিত দুপারের মানুষই।