Shreya Ghoshal: বর্তমানে গানের জগতে গোটা বিশ্বে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তার কণ্ঠস্বরে মুগ্ধ এখন গোটা বিশ্ব। শুধুমাত্র টলিউড বা বলিউডে আটকে নেই গায়িকা। তার কণ্ঠস্বর এখন ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশের মাটিতে। বাংলা, হিন্দি এমনকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার গানের জাদুতে মুগ্ধ প্রত্যেকে। এমনকি তাকে এই যুগের আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকর বলা হয়ে থাকে।
শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) ঝুলিয়ে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। তার এত নাম-যশ, খ্যাতি থাকা সত্ত্বেও অহংকার তাকে ছুঁতে পারেনি। তিনি বরাবরই মাটির মানুষই ছিলেন। বাংলার মেয়ে হয়ে বিদেশে গান করার পরেও বাংলাকে কখনো ভুলে যায়নি শ্রেয়া। তাইতো তিনি সকলের এত প্রিয়। এত মানুষের থেকে ভালোবাসা পেয়েছেন।
View this post on Instagram
অথচ এবারে শ্রেয়া ঘোষালের নামে এক বিস্ফোরক মন্তব্য করলেন তামিল গায়িকা তথা রেডিও জকি সুচিত্রা। তামিল গায়িকার কথা অনুযায়ী শ্রেয়া ঘোষালের গলা নাকি ফেক। এক সাক্ষাৎকারে উনি বলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠস্বর পুরোটাই নাকি ফেক, তার গানে কোনরকম কোন অনুভূতি নেই। উনি শুধু গানে পারফেকশন আনার চেষ্টা করেন। কিন্তু অনুভূতিহীন কন্ঠ’। আর তামিল গায়িকার এই বিস্ফোরক মন্তব্যে ক্ষেপে উঠেছে শ্রেয়া ঘোষালের ভক্তরা।
আরও পড়ুন: Ratool-Rupanjana: বিয়ের এক মাসের মাথাতেই ভোল বদলে গেল অভিনেত্রী রূপাঞ্জনার
তবে সুচিত্রা দেবীকে যারা চেনেন তারা প্রত্যেকেই জানেন এটা নতুন কোন বিষয় নয়। এর আগেও তিনি বিভিন্ন বড় বড় সেলিব্রেটিদের নিয়ে নানান রকম মন্তব্য করেছেন। যা সত্যি যা সত্যি কোন অর্থ নেই। তামিল ইন্ডাস্ট্রির অনেক তারকার ব্যক্তিগত ছবি #SuchiLeaks শিরোনামে পোস্ট করা হয়। সেই সময় সুচিত্রার প্রাক্তন স্বামী কার্তিক জানিয়েছিলেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সেই অভিযোগ উড়িয়ে যাবতীয় দায় কার্তিকের ঘাড়েই ঠেলে দিয়েছেন সুচিত্রা।