লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Karan Johar: ‘যমজ সন্তানের মা কে’? প্রশ্ন করনকে; উত্তরে যা জানালেন পরিচালক

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Karan Johar: করন জোহর বলিউডের একজন অন্যতম বড় নাম। তিনি একজন ডিরেক্টর, প্রোডিউসার ও অভিনেতা রূপে ও তাকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-তে দেখা গেছে। নিজের লাইফস্টাইল ও পার্সোনাল জীবনের জন্য সব সময়ই লাইমলাইটে থাকেন তিনি। ধর্মা প্রোডাকশনের কর্ণধার করন জোহর। তার প্রোডাকশনে কাজ করার জন্য অভিনেতারা অধির আগ্রহে অপেক্ষা করেন। নিজের বাবা যশ জোহর মারা যাওয়ার পর করনই এই প্রোডাকশনকে এত বড় করে তুলেছেন।

তবে ব্যক্তিগত জীবনে তিনি একজন দারুন বাবা ও ছেলে। করন জোহর ২০১৭ সালে বিয়ে না করেই সারোগেসির মাধ্যমেই যমজ সন্তান যশ ও রুহির বাবা হয়ে ওঠেন। যদিও বর্তমানে ভারতে সারোগেসির নিয়ম বদলেছে। সিঙ্গল পুরুষ বা মহিলারা সারোগেসির মাধ্যমে আর সন্তান ধারণ করতে পারেন না। কিন্তু সে-সময় এমন কোনও আইন ছিল না। সারোগেট মাদারের নাম প্রকাশ্যে আনা বেআইনি এবং নীতি-বিরুদ্ধ।

করন জোহর (Karan Johar) ছাড়াও তুষার কাপুর ও তার বোন একতা কাপুর দুজনেই সারোগেসির মাধ্যমেই সন্তানসুখ লাভ করেন। তবে বাবা হওয়ার পরও সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের বিভিন্ন কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয় করণকে, অনেকেই প্রশ্ন করে থাকেন তার সন্তানদের মা কে! তবে সেইসবকে উপেক্ষা করে করন নিজের মা ও সন্তানদের নিয়ে দিব্যি আনন্দে জীবনযাপন করছেন। মাঝেমাঝেই নিজের সন্তানদের নানান মজার ভিডিও শেয়ার করে থাকেন তার অনুরাগীদের সঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

WhatsApp Group Join Now

সেরকমই সম্প্রতি তার ৭ বছরের মেয়ে রুহির একটু ভিডিও শেয়ার করেন যেখানে রুহিকে দেখা যাচ্ছে হাতে আইফোন নিয়ে সিরিকে গম্ভীর গলায় নির্দেশ দিয়ে বলতে দেখা যায়, ‘গান গাও। আমার ভালো লাগে না। আপনি ছন্দে যথার্থ গান গাইবেন। প্রফেশনাল হোন।’

এই পোস্টে একজন তার সন্তানদের মায়ের সম্পর্কে জানতে চাইলে করন উত্তরে বলেন, আমিই রুহির মা!! আপনার বিভ্রান্ত অবস্থা নিয়ে আমি খুব চিন্তিত তাই আমাকে আপনার প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিলাম’। করণ (Karan Johar) সাফ জানিয়ে দেন তিনি শুধু রুহি আর যশের বাবা নন, মায়ের দায়িত্বও তিনিই পালন করেন। ৮ বছর আগে যখন সিঙ্গল ফাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন চিন্তাভাবনা করেই এগিয়েছিলেন।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।