Bike Riding Rules : এবার থেকে বাইক চালানোর ক্ষেত্রে নিয়মের অনেকগুলি পরিবর্তন নিয়ে আসা হল সড়ক পরিবহন দপ্তরের পক্ষ থেকে। আগে হাফ হাতা জামা অথবা চটি পড়ে বাইক চালানো যেতো না। এবার থেকে সেই নিয়মের পরিবর্তন করা হয়েছে (Bike Riding Rules)।
২০১৯ সাল থেকে পরিবহন ব্যবস্থায় বিশেষত বাইক চালানোর ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন করা হয়। সেই সময় থেকেই চটি পড়ে বাইক চালানো একেবারে নিষিদ্ধ হয়ে যায়। এই অপরাধে অনেককেই জরিমানা দিতে হয়েছে। শুধু তাই নয়, হাফ হাতা শার্ট পড়েও বাইক চালানো নিষিদ্ধ ছিল। তবে এবারে সেইসব নিয়মে মিলছে ছাড়।
গাড়ি চালানোর সময় চটি পড়ার বিষয়টা যদিও বা মানা যায়। কিন্তু হাফ হাতা শার্টের বিষয়টা রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই খবর কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির কাছেও পৌঁছে যায়। তারপরেই তিনি এই সমস্যা সমাধানে উদ্যোগী হন। সবথেকে মজার বিষয় হল এই নির্দেশাবলি (Bike Riding Rules) নাকি পরিবহন দপ্তরের তরফ থেকে কখনো দেওয়াই হয়নি। এটা সম্পূর্ণ গুজব।
শুধুমাত্র বাইক নিয়ে নয়, গুজব ছড়িয়েছিল চার চাকার গাড়ি নিয়েও। লুঙ্গি বা ওই জাতীয় কোন পোশাক পড়ে গাড়ি চালালে নাকি দিতে হবে জরিমানা। এমনকি উইন্ড শীল্ড নোংরা থাকলে অথবা অতিরিক্ত বাল্ব বহন করলেও জরিমানা দিতে হতে পারে চালককে। এই সব কিছুই একেবারেই গুজব বলে উড়িয়ে দিয়েছে পরিবহন মন্ত্রক।
বাইক হোক বা চার চাকার গাড়ি চালানো যাবে যে কোন পোশাক পরে। এমনকি গাড়ির উইন্ডশীল্ড নোংরা থাকলেও কোনরকম জরিমানা দিতে হবে না সরকারকে। এই বিষয়ে স্পষ্ট ভাবে জানিয়েছে পরিবহন দপ্তর। জরিমানা সংক্রান্ত এই সমস্ত নিয়ম পরিবর্তনের পাশাপাশি সাধারণকে সাবধান করতেও ভোলেননি পরিবহন মন্ত্রী।
বিষয়গুলি যে ভুয়ো সে বিষয়ে যেমন নিশ্চিত করেছেন নীতিন গড়করি, তেমনই তিনি সতর্কবার্তাও জারি করেছেন। যেকোনো গাড়ি চালানোর সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী। পোশাকের ব্যাপারে কোনরকম বিধিনিষেধ না থাকলেও, হেলমেট না পড়া আইনত অপরাধ। এই অপরাধের জন্য অবশ্যই দিতে হতে পারে জরিমানা। এই বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি।