Soumitrisha Kundu: মিঠাই (Mithai) ধারাবাহিক থেকে বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যা টলিউডের প্রথম সারির যে কোনো নায়িকার জনপ্রিয়তাকে লজ্জায় ফেলে দেবে। মিঠাই শেষ হয়েছে প্রায় অনেকদিন হয়ে গেল। যদিও ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনেত্রী থেমে থাকেননি। একের পর এক সিনেমায় দেখা যাচ্ছে তাকে। দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমায় দেখা গেছে তাকে। মিঠাই চলাকালীন হামেশাই তার ভক্তরা সেটের বাইরে তার জন্য অপেক্ষা করতেন। তাকে একঝলক দেখার জন্যেই শুধু নয়, তার পছন্দের খাবার বিভিন্ন উপহার এমন কে সোনার গয়না পর্যন্ত দিতেন ভক্তরা। এভাবেই ভালোবাসায় মুড়ে রাখতেন মিঠাইরানিকে তাঁর ভক্তরা।এমনকী, এখনও সৌমিতৃষার জন্মদিন বা কোনও নতুন প্রোজেক্ট শুরু হলে, তাঁর নামে ভক্তরা পুজো দেয় মন্দিরে। তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে থাকা ফ্যানপেজগুলি সেসব শেয়ারও করে সোশ্যাল মাধ্যমে।
Soumitrisha Kundu Said Good Things About Adrit & Kaushambi:
ফের চর্চায় উঠে এলেন মিঠাই রানী সৌমিতৃষা। হাত কাটা হলুদ ড্রেস এবং হালকা মেকআপে ধরা দিলে অভিনেত্রী। খোলা চুল, চোখে আইলাইনার কাজল, ঠোঁটে লিপস্টিক পড়ে মিষ্টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তার এই ছবির স্নিগ্ধতায় মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। নিজের এই ছবিখানা ইনস্টা স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘লোকে বলে ভালো জিনিস হতে সময় লাগে… এই কারণেই আমি সবসময় দেরি করি’। নিজের ছবি দিয়ে আর একবার মাতিয়ে দিলেন দর্শকদের। মনে করিয়ে দিলেন তাদের পছন্দের মিঠাইরানীর কথা।
তার এই ছবি সামনে আসার পর প্রচুর প্রশংসা কুড়িয়েছে। তার ভক্তরা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন নানান কমেন্টে। নিজের কাজের জীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার চর্চায় এসেছেন অভিনেত্রী। খুব শীঘ্রই তার আরেকটি ছবি আসতে চলেছে বড় পর্দায়। অভিনেতা সৌরভ দাস এর বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে। ছবির নাম ‘১০ই জুন’। ছবির শুটিং প্রায় শেষ হয়ে এসেছে। কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী যথেষ্ট একটিভ। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন তিনি। কিছুদিন আগেও জোর কদমে চর্চা চলেছে তাকে দিয়ে।
গত ৯ই মে বিয়ে হয়ে গিয়েছে আদৃত-কৌশাম্বির। যদিও বিয়ে রিসেপশন মিলিয়ে একদিনও দেখা মেলেনি সৌমিতৃষার। সেই কারণেই তাকে নিয়ে জল ঘোলা হয়েছে বারবার। মিঠাই ধারাবাহিকে আদৃত-সৌমিততৃষার অনস্ক্রিন কেমিস্ট্রি মনে ধরেছিল দর্শকদের। সকলেই ভেবেছিলেন বাস্তবেও নিশ্চয়ই প্রেমের সম্পর্ক রয়েছে তারা। কিন্তু সেই ধারণা ভেঙ্গে আদৃত মন দিয়ে ফেলেন সেই ধারাবাহিকেরই সহ অভিনেত্রী কৌশাম্বিকে। তাদের বিয়েতে গোটা মিঠাই পরিবার উপস্থিত হলেও দেখা মেলেনি স্বয়ং মুখ্য অভিনেত্রীর।
এই নিয়ে বিতর্ক হয়েছে বহুবার। অনেকে এও বলেছেন আদৃতের বিয়েতে তাকে নাকি ব্যক্তিগতভাবে আমন্ত্রনই করেননি আদৃত-কৌশাম্বি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন সৌমিতৃষা। আদৃতের সঙ্গে সমস্যার কথা উড়িয়ে দেন হাওয়ায়। জানান, ‘আদৃতের সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি কখনও। মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, খুশি। সবাই এগিয়ে গিয়েছি নিজের মতো করে।’ তবে কৌশাম্বিকে নিয়ে একটা শব্দও খরচ করেননি তিনি। এরপর থেকেই নানান ধারণা দর্শকদের মনে ডানা বেঁধেছে। তাঁর আসল গন্ডগোল কি তবে কৌশাম্বির সঙ্গেই?