Soumitrisha Kundu: কদিন আগেই ধুমধাম আয়োজনে বাঙালি রীতি রেওয়াজ মেনেই বিয়ে হল টলিউডের জনপ্রিয় কাপল আদৃত কৌশাম্বির। টলিউডের মিষ্টি এই জুটির বিয়েতে হাজির ছিল জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। উপস্থিত ছিল গোটা মিঠাই টিম। দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে ছিলেন। উল্লেখ্য মিঠাইয়ের শুটিং সেট থেকেই তাদের সম্পর্কে সূচনা হয়।
কিন্তু বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একেবারে খোলাখুলি আলোচনা করেননি দুজনের কেউই। বিয়ে হওয়ার কয়েকদিন আগেই নিজেদের সম্পর্কে শীলমোহর দেন দুজন। বিয়ের পর বিভিন্ন মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করেছেন কৌশাম্বি। যা বর্তমানে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। এবারে বিয়ের ৯ দিনের মাথাতেই হানিমুনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নব দম্পতি। যদিও কোথায় যাচ্ছেন হানিমুনের উদ্দেশ্যে সেটা এখনো জানা যায়নি।
আর তাদের হানিমুনের যাবার এক ঝলক প্রতিফলন দেখা গেল সৌমিতৃষার স্টোরি’তে। পছন্দের মানুষের সঙ্গে বিয়ে হলে একজন পুরুষের কী প্রতিক্রিয়া হওয়া উচিত? সোশ্যাল মিডিয়ায় এই শিরোনামে ভাইরাল একটি ভিডিয়ো পোস্ট এদিন উঠে এল সৌমিতৃষার ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় তারক তারকা জুটি কৃতি এবং পুলকিতের বিয়ের কিছু মুহূর্ত।
পছন্দরের নারীকে চিরতরে আপন করে নেওয়ার সময় পুরুষ তাঁর আবেগ ধরে রাখতে পারে না এমনটাই হয়তো বোঝাতে চেয়েছেন সৌমিতৃষা। আসলে আদৃত কৌশাম্বির বিয়েতে গোটা মিঠাই টিম উপস্থিত থাকলেও দেখা যায়নি সৌমিতৃশাকে। যা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে দর্শক মহলের। সৌমিতৃশার অনুপস্থিতি বেশ চোখে লাগছিল সকলের। কানাঘুষে শোনা গিয়েছে সৌমিতৃশার কাছে নাকি বিয়ের আমন্ত্রণ পত্রই পৌঁছয়নি। যদিও এর সত্যতা যাচাই করা হয়নি।
আরও পড়ুন: Shreya Ghoshal: “শ্রেয়া ঘোষালের গলা পুরোটাই ফেক” বিস্ফোরক অভিযোগ উঠল গায়িকার বিরুদ্ধে
মিঠাই ধারাবাহিকের শুরুর দিকে আর আদৃত এবং সৌমিতৃশার মধ্যে সুন্দর সম্পর্ক ছিল। তবে মাঝপথে আদৃত এবং কৌশাম্বি সম্পর্কে জড়িয়ে যাওয়ার ফলে সৌমিতৃশা এবং আদৃত এর সম্পর্কে চির ধরে। শোনা যায় ধারাবাহিকের শেষের দিকে দুজন দুজনের সঙ্গে একেবারেই কথা বলতেন না। শুধুমাত্র শুটিংয়ের সময়টুকুই তাদের এক সঙ্গে দেখা যেত এছাড়া দুজন দুজনের মুখ দেখা দেখিও নাকি বন্ধ ছিল। যদিও বর্তমানে সৌমিতৃশা তার আগামী প্রজেক্ট নিয়ে ব্যস্ত। অন্যদিকে কৌশাম্বি ফুলকি ধারাবাহিককে অভিনয় করছেন। হানিমুন থেকে ফিরে এসে আদৃতও হাত দেবেন তার নতুন প্রজেক্টে।