সৌরভ গঙ্গোপাধ্যায় : ৮ই জুলাই মানেই শুধুই একটা জন্মদিন নয়, এটা এমন একজন মানুষের জন্মদিন যাঁর হাত ধরে বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের মানচিত্র। কোনও বাঙালির কাছে ক্রিকেট মানেই যেমন প্রেম, তেমনই প্রেরণা। আর সেই প্রেম-প্রেরণার কেন্দ্রে যিনি ছিলেন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কলকাতার এক সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে এসে যিনি নিজের নামের পাশে জুড়েছিলেন ‘দাদা’ (Dada) উপাধি, তিনি আজও রয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।
‘দাদা’ মানেই আত্মবিশ্বাস ও নেতৃত্ব (Sourav Ganguly Leadership & Confidence)
তাঁর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লর্ডসের সেই বিখ্যাত মুহূর্ত, যখন তিনি জার্সি খুলে আকাশে ঘোরাচ্ছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৭২ সালের ৮ জুলাই, আর তাঁর জীবনটা শুধুমাত্র রানের নয়, নেতৃত্ব, সাহস আর আত্মবিশ্বাসেরও। একজন ক্রীড়াবিদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ‘মনোবল’, তা শিখিয়েছিলেন তিনি। কিন্তু শুধু এইটুকু বললে তাঁর জীবনের রং অনেকটাই ফিকে হয়ে যায়। তাই চলুন একটু একটু করে উন্মোচন করা যাক এই কিংবদন্তির জীবনের ২০টি চমকপ্রদ তথ্য।
Read More: ৫ কোটির মালিক থেকে ফের শূন্য! ‘কেবিসি’ জেতা সুশীল কুমারের জীবনে চরম মোড়!
সৌরভ গঙ্গোপাধ্যায় ‘দাদা’ উপাধির পিছনে গল্প (Sourav Ganguly Nickname “Dada” and Popularity)
Sourav Ganguly Nickname “Dada”: শুধু বাংলায় নয়, সারা ভারতেই তাঁকে ডাকা হয় ‘দাদা’ নামে। এই শব্দটি যদিও বাংলায় “বড় দাদা” বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু সৌরভের ক্ষেত্রে এটা এক আবেগের নাম। সতীর্থদের থেকে শুরু করে নতুন ক্রিকেটার— সকলেই তাঁকে দাদা বলেই চিনতেন, কারণ তিনি শুধু দলনেতা ছিলেন না, ছিলেন মেন্টরও। তাঁর অধিনায়কত্বেই তৈরি হয়েছিল এক নতুন ভারতীয় দল— যারা বাইরের মাঠেও চোখে চোখ রেখে খেলে।
সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপে ইতিহাস গড়া ইনিংস (Sourav Ganguly World Cup Century & Records)
World Cup Knockout Century: ১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ১৮৩ রানের ইনিংস খেলে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের নকআউটে শতরান করেছিলেন সৌরভ। এরপর ২০০৩ সালের বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে ভারত পৌঁছে গিয়েছিল ফাইনালে। শুধু তাই নয়, রাহুল দ্রাবিড়ের সঙ্গে মিলে গড়েছিলেন ওয়ানডেতে (ODI) সর্বোচ্চ ৩১৮ রানের পার্টনারশিপের রেকর্ড, যা বহুদিন অক্ষত ছিল। এমনকি তাঁর টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেও (Test debut as captain) তিনি করেছিলেন ১৩১ রান— যা দ্বিতীয় সর্বোচ্চ।
Read More: রণবীর সিং সম্পর্কে এই ১০টি গোপন তথ্য জানতেন না আপনি! জন্মদিনে রইল চমক
সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্ব দিয়ে বদলে দিলেন ক্রিকেট সংস্কৃতি (Sourav Ganguly Captaincy & Indian Cricket Turnaround)
Sourav Ganguly Captaincy Achievements: তিনি শুধু একজন ওপেনার ছিলেন না, ছিলেন এমন একজন অধিনায়ক যিনি দলের মানসিকতাকেই বদলে দিয়েছিলেন। ২০০১ সালে অস্ট্রেলিয়ার ১৬ ম্যাচ জয়রথ থামিয়ে ইতিহাস সৃষ্টি করেন। বিদেশে (Foreign Victory) ভারতীয় দলের জয় তখনও বিরল ছিল, আর সেই পথের পথিক ছিলেন দাদাই। তিনি এমন এক দল তৈরি করেছিলেন যারা সচিনের পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। একের পর এক নতুন প্রতিভাকে তুলে আনেন, যেমন যুবরাজ সিং, হরভজন সিং কিংবা এম এস ধোনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় সম্মান, রেকর্ড ও কিংবদন্তির ছোঁয়া (Sourav Ganguly Legacy and Awards)
Awards & Legacy of Sourav Ganguly: ‘পদ্মশ্রী’ (Padma Shri), ‘রাজীব গান্ধী খেল রত্ন’ (Rajiv Gandhi Khel Ratna) — সবই রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর টেস্ট ব্যাটিং গড় ৪২-এর উপরে, আর সেটাই বলে দেয় তিনি কতটা ধারাবাহিক ছিলেন। শেন ওয়ার্নের (Shane Warne) সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা যেমন স্মরণীয়, তেমনই স্মরণীয় ছিল তাঁর সাহসী সিদ্ধান্তগুলি। লর্ডসে শার্ট খুলে উদযাপন (Iconic Celebration at Lords) আজও প্রতীক হয়ে আছে ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাসের।
Read More: ধোনি লেজেন্ড! এই ৭টি কারণেই তিনি শুধুই একজন ক্রিকেটার নন, একটা ইমোশন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |
অন্যরকম স্বপ্নপূরণ! দ্বিতীয়বার সাদা গাউনে বিয়ে অনুরাগ কন্যা আলিয়ার, বর শেনের চোখে জল!