Sourav Ganguly: আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রথমেই সরব হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। যদিও তাঁর মন্তব্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় নানান ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয় তাঁকে। গত কয়েকদিন ধরে নানান ভাবে অপদস্থ করা হয় ক্রিকেটের মহারাজকে।
এবার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি ব্ল্যাক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক্স হ্যান্ডেল সহ, ইনস্টাগ্রাম এমনকি তাঁর হোয়াটস অ্যাপ ডিপিও ব্ল্যাক। এইবার আরজি কর কাণ্ডের প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে প্রতিফলিত করলেন সৌরভ।
আরজি কর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের খুন ও ধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমে নানান মন্তব্য করেছিলেন তিনি। ঘটনাটিকে ভয়াবহ বলে আখ্যা দিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এমনটাই জানিয়েছিলেন সৌরভ। নানা প্রশ্নের মধ্যে সৌরভকে মেয়েদের নিরাপত্তা নিয়ে জিজ্ঞেস করা হলে সেই প্রসঙ্গ টেনে সৌরভ বলেছিলেন, ‘একটি দুর্ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিক ভাবে বিচার করা উচিৎ নয়।’
সৌরভের এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সমাজ মাধ্যমের পাতায়। নির্মম বিষয়টিকে নিছক একটি ‘দুর্ঘটনা’ বলায় ক্ষুব্ধ হয়েছেন আমজনতা। পরবর্তীতে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর মন্তব্যের সঠিক ব্যাখ্যাও দিয়েছেন যে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছিলেন।
এবার সোশ্যাল মিডিয়ায় যাবতীয় প্রোফাইলের ডিসপ্লে পিকচার অর্থাৎ ডিপি ব্ল্যাক করে নীরব প্রতিবাদের পথে হেঁটেছেন সৌরভ। শুধু তিনি একা নন সঙ্গে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও একই কাজ করেছেন। সৌরভের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতেই এমন কাজ করেছেন দেশের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন: Dev: ‘তোমার প্রতিক্রিয়া কোথায় আজ হিরো?’ আরজি কর কাণ্ডে এবার দেবকে কটাক্ষ নেটনাগরিকদের