Sourav Ganguly: আরজিকর কাণ্ড নিয়ে আজ পথে নামলেন সৌরভ গাঙ্গুলি। আগে থেকেই, জানিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অবশেষে পথে নামেন সৌরভ। তার সঙ্গে এদিন পথে নামতে দেখা যায় তার স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং ডোনার স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের। একই সঙ্গে এদিন বাবা মায়ের সঙ্গে পথে হেঁটেছেন সানা গাঙ্গুলী। এদিন কয়েক হাজার ছাত্রছাত্রীদের নিয়ে পথে নামেন ডোনা। তার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র দীক্ষা মঞ্জরীর ছাত্র-ছাত্রীদের নিয়ে পথে বেরন তিনি।
প্রসঙ্গত আরজিকর কাণ্ড নিয়ে মুখ না খোলায় তোপের মুখে পড়তে হয়েছিল মহারাজকে। এমনকি সৌরভ গাঙ্গুলীর সমস্ত অনুষ্ঠান বয়কট করবার সিদ্ধান্ত নেয় নেট নাগরিকরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয় সৌরভকে। আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ জানান এই ধরনের ঘটনা অনেক জায়গাতেই হয়। এমনকি এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে আখ্যা দেন তিনি। তাতেই রীতিমত গর্জে ওঠেন আন্দোলনকারীরা।
সৌরভকে সব জায়গা থেকে বয়কট করার সিদ্ধান্ত নেন তারা। এদিকে আরজি কর কাণ্ড নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন সৌরভ পত্নী। তিনি বলেন এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং নক্কারজনক। যদিও তারপরেও চিরে ভেজেনি। রাজ্য সরকারের সঙ্গে সৌরভের গোপন যোগসাজোস রয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি সৌরভকে মমতার চাকর বলেও কটাক্ষ করা হয়। তারপরেই আসরে নামেন মহারাজ। রাখি বন্ধনের দিন গোটা দেশজুড়ে ডিপি কালো করার হিড়িক পড়েছিল তাতে পা মেলান সৌরভ।
এরপরেই তিনি ঘোষণা করেন পথে নামবেন সেই মতো বুধবার সন্ধ্যায় পথে নামেন সৌরভ। তার বাড়ি থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত মিছিল করেন। তার সঙ্গে হেঁটেছিলেন স্ত্রী ডোনা এবং মেয়ে সানা। এদিন মিছিল শেষে মোমবাতি প্রজ্জলন করেন সৌরভ। নির্যাতিতার উপযুক্ত বিচার চেয়ে এবং দোষীদের শাস্তি চেয়ে এদিন সরব হয়েছেন তারা।
একই সঙ্গে ছাত্রছাত্রীরা প্রতিবাদ শানিয়েছেন রাস্তায়। প্রতিবাদ শেষে তিনজনেই রাস্তায় মোমবাতি জ্বালান। দোষীদের বিচার না চাওয়া অব্দি তাদের এই প্রতিবাদ চলবে বলেও ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন সৌরভ কন্যা সানা।
আরও পড়ুন: Amitabh Bachchan: ৪৫ মিনিটে শেষ সবকিছু! জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বিগ বি