Aadhaar Card: নতুন মাস পড়তে চলেছে কয়েক ঘণ্টার মধ্যেই। যেকোনো মাস শুরু হলেই নানান রকম নিয়মে আসে বদল। ব্যাংকের নিয়ম থেকে রেশন সর্বত্র একাধিক বদল চোখে পড়ে। ঠিক তেমন ২০২৪ এর সেপ্টেম্বর মাস নতুন কিছু বদল নিয়ে আসবে। যেগুলো জানতে হবে অবশ্যই। গোটা মাস কিভাবে চলবেন কোন খাতে খরচ বাড়াবেন সেটা জেনে নিন এখন থেকেই।
আধার আপডেট: UIDAI কর্তৃক দশ বছরের পুরনো আধার কার্ডের আপডেট চলছে (Aadhaar card)। তবে নয়া আধার কার্ড আপডেট শুরু হয়নি এখনো। ১৪ ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত পুরনো আধার কার্ড আপডেট করতে পারবেন। এর জন্য যেতে হবে মাই আধার অ্যাপে। তবে শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে এই সুবিধা। যদি কেউ আধার কেন্দ্রে গিয়ে আপডেট করাতে চান তবে ৫০ টাকা দিতে হবে।
ম্যালওয়ার: গুগল প্লে স্টোর আনতে চলেছে নয়া নিয়ম, যেখানে বলা হচ্ছে নিম্নমানের মেলওয়ার মুছে ফেলা হবে। সাধারণত এগুলি মোবাইলের নানান ক্ষতি করছে। এইসব ক্ষতিকারক অ্যাপ ব্যবহারের মাধ্যমে সাইবার ক্রাইমের ঘটনা ঘটছে বারবার। তাই সতর্ক হয়ে সকলকে কোনরকম ম্যালওয়ার ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রাই এর নির্দেশ: বিভিন্ন টেলিকম সংস্থার মাধ্যমে নম্বর নিয়ে সাধারণ মানুষকে হয়রান করছে একদল হ্যাকাররা। এই ধরনের ফেক কল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ট্রাই টেলিকম সংস্থাগুলিকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। আনরেজিস্টার্ড মেসেজ এবং কলগুলি ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাছাই করতে হবে।
ব্যাংকের ওটিপি: সে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই ধরনের কল আসা যাতে বন্ধ হয়ে যায় মোবাইলে সেটি নিশ্চিত করতে হবে।ব্যাংকের কল মেসেজ এবং ওটিপি পেতে এই সেপ্টেম্বর মাস থেকেই কিছুটা দেরি হতে পারে। রূপে ক্রেডিট কার্ড এবং ইউপিআই লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট আর কাটা হবে না। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংকগুলিকে এই নির্দেশ দিয়েছে যেটি কার্যকর হতে চলেছে পহেলা সেপ্টেম্বর থেকে।