Srabanti Chatterjee: সম্পর্কে বারবার ঠোকর খেয়েছেন অভিনেত্রী। রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন খুব ছোটবেলায়, ২০০৩ সালে। তখন তিনি মাত্র ১৬ বছরের। এমনকী, ১৮ পেরনোর আগেই মা হন। ডিভোর্স হয়ে যায় ২০১৬ সালে। এরপর আরও দুবার ভালোবাসা আসে, বিয়ে করেন কৃষাণ ব্রিজ (২০১৬-১৭) ও রোশন সিংকে (২০১৯)। আপাতত আটকে আছে রোশনের সঙ্গে ডিভোর্স। শোনা যায়, খোরপোশ নিয়েই নাকি বিবাদ চলছে। কেরিয়ার গড়ার জন্য বেশিদূর আর পড়াশোনা করা হয়নি । তাছাড়া, খুব কম বয়সে সংসারে জড়িয়ে পড়া সেটাও একটা কারণ । জানা গিয়েছে, শুধু মাধ্যমিক পাস এই অভিনেত্রী। কে চিনতে পারছেন?
কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) প্রসঙ্গে, ৩৭টা বসন্ত পার করে ফেলেছেন ইতিমধ্যেই । কিন্তু, দেখে বোঝার উপায় নেই । তাঁর রূপের আগুন ঘুম উড়িয়ে দেয় তরুণদের ।কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রসঙ্গে, ৩৭টা বসন্ত পার করে ফেলেছেন ইতিমধ্যেই । কিন্তু, দেখে বোঝার উপায় নেই । তাঁর রূপের আগুন ঘুম উড়িয়ে দেয় তরুণদের । ১৩ অগাস্ট নায়িকার জন্মদিন । বিশেষ দিনে শ্রাবন্তীর টাইমলাইনজুড়ে শুধু শুভেচ্ছাবার্তা । বড় পর্দায় আসছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’ । সেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী । ছবিতে নায়িকার লুকও প্রকাশ্যে এসেছে । সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে । ২০২৪ সালে মুক্তি পেতে পারে সিনেমা ।
অভিনেত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পরিচালক শুভ্রজিৎ। তার সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন তো ছিলই। আর এই ছবি আরও উস্কে দিল সেই জল্পন কে। সেখানে দেখা যাচ্ছে, কালো পোশাকে তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী। বাজছে ‘হ্যাপি বার্থডে টু ইউ’-এর মিউজিক। সেই ছবির সঙ্গে একটি বার্তাও শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। তিনি লিখেছেন শ্রাবন্তীর জন্য শুভেচ্ছা, ভাল থাকার বার্তা। গতবছর জন্মদিনে শ্রাবন্তীকে একটি নক্ষত্র উপহার দিয়েছিলেন শুভ্রজিৎ। এবার জন্মদিনে তিনি তাঁর ছবির নায়িকাকে ঠিক উপহার দেন, তা দেখার is বিষয়।
অন্যদিকে, শ্যুটিং শেষ হয়ে গিয়েছে শুভ্রজিতের বিগ বাজেট ছবি ‘দেবী চৌধুরানি’-র। ‘দেবী চৌধুরানি’ ছবির মুখ্যভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দর্শনা বণিক (Darshana Banik), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা।
শুধু এই একটি ছবিই নয়, শ্রাবন্তীকে নায়িকা হিসেবে ঘোষণা করে শুভ্রজিৎ নিজের আগামী ছবির ঘোষণাও করে ফেলেছেন। ছবির নাম ‘কালমৃগয়া’। পরিচালক জানিয়েছেন, তাঁর অন্যান্য ছবির মতো ‘কালমৃগয়া’-তেও একাধিক অভিনেতা-অভিনেত্রী থাকছেন। তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে শ্রাবন্তী বেশ বিরক্ত হয়েই জবাব দিয়েছিলেন, ‘ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? আমার কি নিজের কোনও যোগ্যতা নেই? খারাপ লাগে যে এতবছর কাজ করার পরেও, এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়।’ তিনি আরও বলেন তিনি সম্মান করেন শুভ্রজিৎকে। এরকম কোনও কিছু একেবারেই নেই।
আরও পড়ুন: RG Kar: আরজি কর-কাণ্ডের প্রভাব দিদি নং ১- এ! বন্ধ শোয়ের অডিশন, শিক্ষকদের তরফে চিঠি জি বাংলাকে