Srabanti Chatterjee: টলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি নির্যাতিত এক মহিলার বিচারের দাবিতে পথে নেমে সরব হয়েছেন। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার এই পদক্ষেপ প্রশংসিত হলেও, কিছু মহলে তাকে ধর্ম নিয়ে কটাক্ষ করা হচ্ছে। অভিনেত্রীর এ ধরনের উদ্যোগকে ঘিরে সমালোচনার শিকার হওয়া নতুন কিছু নয়, বিশেষ করে যখন বিষয়টি সংবেদনশীল সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকারের প্রশ্ন জড়িত থাকে।
সোমবার আজমেঢ় শরিফ থেকে ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। ঠিক একমাসে আগে আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিনের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন মৃতদেহ। ঘটনার একমাস পূর্তি দিনই আজমেঢ় শরিফে গিয়ে শান্তি আর বিচার প্রার্থনা করলেন শ্রাবন্তী।
রাজস্থানে রয়েছে তাঁরা, নাকি আজমীঢ় শরীফ দর্শনেই পৌঁছেছেন নায়িকা তা স্পষ্ট নয়। এদিন নিয়ম মেনে দরগায় ফুল চড়ালেন শ্রাবন্তী-তনুশ্রী। ফুলের ডালি হাতে পোজ দিতে দেখা গিয়েছে দুজনকে। গোলাপি সালোয়ার কামিজে সেজে শ্রাবন্তী, হলুদ রঙা সালোয়ারে ধরা দিলেন তনুশ্রী। নিয়মমাফিক দুজনেই ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন। দরগায় সুতোc বেঁধে সারলেন প্রার্থনা ।
View this post on Instagram
হাতে দরগায় চড়ানোর ফুল ও সবুজ কাপড়। তনুশ্রী পরেছিলেন পিচ রঙের সালোয়ার কামিজ। দুই অভিনেত্রী মিলে আজমেঢ় শরিফে ফুল ও কাপড় চড়ালেন। দরগায় গিয়ে তিলোত্তমার ন্যায়বিচার চাইলেন শ্রাবন্তী-তনুশ্রীরা। প্রসঙ্গত, শ্রাবন্তী ও তনুশ্রীকে দেখা গিয়েছিল নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামতে। আর জি কর-কাণ্ডের একমাস পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি নিহত চিকিৎসকের মা-বাবা। ইতিমধ্যেই শহর জুড়ে চলছে প্রতিবাদ-আন্দোলন।
শ্রাবন্তীর শেয়ার করা ছবিতেই দেখা গেল সেই দৃশ্য। মাথায় ওড়না দিয়ে কখনও প্রার্থনা করে সুতো বাঁধলেন শ্রাবন্তী আবার কখনও বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে দেখা গেল তাঁকে। আজমেঢ় শরিফে প্রার্থনা করে দুই টলিউড অভিনেত্রী সেলফিও তুললেন। সেসব ছবি শেয়ার করেই শ্রাবন্তী লিখলেন, শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম। শ্রাবন্তীর এই ছবিতে কমেন্ট করেছেন নুসরত জাহান। তিনি লিখেছেন, আমাকে ছেড়ে? বাবা যেন আমাদের শান্তিতে রাখেন।