লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

RG KAR Case: আরজি কর নিয়ে সরব শ্রীলেখা! প্রকাশ্যে সৌরভকে তুলোধনা অভিনেত্রীর

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RG KAR Case: শ্রীলেখা মিত্র স্পষ্টবক্তা বলেই তাঁকে সবাই জানে । যে কোনও সামাজিক বিষয় নিয়েই করা বক্তব্য রাখেন তিনি। তেমনি আরজি কর ঘটনাতেও চুপ থাকেননি অভিনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দিকে তো প্রশ্ন তুলেইছেন, এবার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ছাড়লেন না। প্রকাশ্যেই দাদার প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি।

সাম্প্রতিক আরজি কর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায় বক্তব্য দেন “আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত।

আরজি করে যেরকম ঘটনা ঘটেছে, তা যে কোনও জায়গায় ঘটতে পারে।” সঙ্গে তিনি আরও বলেন , “একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।”

বিষয় নিয়েই চাঁচাছোলা বক্তব্য রাখেন শ্রীলেখা মিত্র। প্রকাশ্যেই দাদার প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি। শ্রীলেখা বলেন,”সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ। এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় এসে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।”

WhatsApp Group Join Now

অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন অনেকে। সৌরভকে অনেকেই ছিঃ ছিঃ করেছেন। কেউ লিখেছেন,”সৌরভের মতো স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক লোক আর দুটো হয় না।”আসলে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় লজ্জিত আজ গোটা দেশ। প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ডাক্তারী পড়ুয়ারা কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের দাবি তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তিলোত্তমার দোষীদের শাস্তি দিতে হবে, তবেই তাঁরা কাজে ফিরবেন ।

আরও পড়ুন: RG kar: হঠাৎ বোধদয়! চারদিকে লাপতা লেডিজ হোর্ডিংয়ের, অতঃপর আরজিকর কান্ড নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ রচনা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।