Sreemoyee-Kanchan: মাত্র পাঁচ মাস পার হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের। কিন্তু তাদের প্রেম, বিয়ে, হানিমুন সবকিছুই বারবার উঠে এসেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। বয়সের ফারাকের কারণে বিয়ের পর থেকে ট্রোলিংয়ের শিকারও হয়েছেন তাঁরা। যদিও সবকিছুকে উপেক্ষা করে একসঙ্গে দিব্যি সংসার করছেন কাঞ্চন ও শ্রীময়ী। সম্প্রতি শ্রীময়ী জানিয়েছেন, বিয়ের পর তাঁর ফলোয়ার বেড়ে গিয়েছে। এইবার এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের খুঁটিনাটি নিয়ে কথা বলতে শোনা গেল তাঁদের।
প্রায় সর্বদাই বউকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ থাকেন কাঞ্চন। তবে সাক্ষাৎকারে বরের নামে নালিশ করতে ছাড়লেন না শ্রীময়ী। তাঁর দাবি কাঞ্চন নাকি বড্ড ‘মুখচোরা’। সঞ্চালিকা শ্রীময়ীর কাছে জানতে চেয়েছিলেন, দুজন দুজনের প্রতি কতখানি পজেসিভ?
জবাবে শ্রীময়ী জানান, ‘কাঞ্চন একেবারে পজেসিভনেস দেখায় না। বোঝায়ও না। কাঞ্চন হচ্ছে খুব নরম স্বভাবের। এটা ভাল গুণও বলতে পারো, খারাপ গুণও বলতে পারো। কাঞ্চন হচ্ছে মুখ চোরা। খুব কম দিন হয়েছে… হয়ত ও গুণে গুণে তিন বার আমাকে আই লাভ ইউ বলেছে। না, ওর মধ্যে নেই সেটা। কিন্তু প্রেমিক মানুষ। প্রেমটা আছে। কিন্তু সমস্যা হচ্ছে ও পজেসিভনেসটা দেখায় না। কিন্তু যখন পরিস্থিতি তৈরি হয়, তখন ও বুঝিয়ে দেয়, আমার মনে হচ্ছে কোথাও আমি অসুরক্ষিত।’
View this post on Instagram
বউয়ের এই অভিযোগ চুপ করে মাথা পেতে নেয় কাঞ্চন। শ্রীময়ীর কথায় অবশ্য হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন লেখেন, ‘বাব্বা মুখচোরা হয়েই তিনটে বিয়ে! আমরা তো একটাও হচ্ছে না’। আরেকজন লেখেন, ‘উফ ন্যাকামো আর ন্যাকামো’।
শ্রীময়ী-কাঞ্চনের সম্পর্কে বয়সের ফারাক নিয়ে বিদ্রুপ ধেয়ে এলেও, সে নিয়ে বিশেষ চিন্তিত নন কাঞ্চন। আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ‘কেন অসমবয়সী, কেন এই কেন সেই? আমার সম্পর্কটা নিয়ে এত কাটাছেঁড়া করার কোনও দরকার নেই। আপনারা আমার কেউ নন! এবং এই অপারেশন না করে পাশের বাড়ি, বাঁ নিজের বাড়ি যেখানে ছেলেমেয়েরা দূরদূর করে বাবা-মা’কে তাড়িয়ে দিচ্ছে, যান গিয়ে ক্ষমতা থাকলে সেটা আটকান।
আমার সম্পর্ক নিয়ে আপনি ভাবলেও আমার বিপ, না ভাবলেও আমার বিপ। ক্ষমতা থাকলে আমার প্ল্যাটফর্মে আসুন। আসুন যোগ্যতা দিয়ে প্রমাণ হবে। হাজার ওয়াট আলোর সামনে মেকআপ করে মনোলগ বলুন, দেখি কত বড় শাহরুখ খান আপনি হয়েছেন, দেখি কত বড় বৈজয়ন্তী মালা আপনি?’’
আরও পড়ুন: Bank Holidays In August: আজ ব্যাঙ্ক বন্ধ, আগস্টে আরও কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন