SSC Scam: আমাদের কী দোষ? দায় নিতে হবে রাজ্যকেই! প্যানেল বাতিলের পর বিক্ষোভের সুর চাকরিহারাদের গলায়

SSC Scam: বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির (SSC Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে চাকরি গিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাকরি বাতিলের পর আজ সারাদিন জুড়ে ধর্মতলাতে কোলাহলের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। কারোর মুখ বিবর্ণ তো কেউ কাঁদছেন হাউ হাউ করে। অনিশ্চিত ভবিষ্যতের কথা ...

Updated on:

SSC

SSC Scam: বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির (SSC Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে চাকরি গিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাকরি বাতিলের পর আজ সারাদিন জুড়ে ধর্মতলাতে কোলাহলের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। কারোর মুখ বিবর্ণ তো কেউ কাঁদছেন হাউ হাউ করে। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শীর্ষ আদালতের রায়ের পর কারোর চোখে জল তো কেউ ক্ষোভে ফেটে পড়েছেন। চাকরি বাঁচানোর শেষ আশাটুকুও আজ নিভে গিয়েছে চিরকালের মতো। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ২০১৬ সালের প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। যোগ্য-অযোগ্যদের বাছাই করা এখন আর সম্ভব নয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

SSC Scam: সুপ্রিম কোর্টের রায়তে বিক্ষোভ শুরু চাকরিহারাদের

সুপ্রিম কোর্টের এই রায় শোনার পর কান্নার রোল উঠেছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মঞ্চে। চাকরি হারানোর তালিকায় রয়েছেন শিক্ষক অমিতরঞ্জন ভুঁইয়া। রায় শুনে তাঁর বক্তব্য, ‘আমার দোষ কোথায়, আমাদের দোষ কোথায়? আমরা তো দুর্নীতির সঙ্গে যুক্ত নই। সিবিআই, ইডি-সহ তদন্তকারী সংস্থা দুর্নীতিগ্রস্তদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে আমার বা আমার মতো শিক্ষক-শিক্ষিকাদের তো নাম নেই। তাহলে আমাদের কেন ভুগতে হবে। ছ’বছর ধরে শিক্ষকতার চাকরি করছি। এখন তো পথে বসতে হবে। এই রায় একেবারে অপ্রত্যাশিত।’

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এখানেই শেষ নয়, চাকরি হারানো শিক্ষকরা ক্ষোভে ফুঁসে ওঠে জানিয়েছেন, ‘এই পরিণতির জন্য দায়ী রাজ্য সরকার। এর দায়ও নিতে হবে রাজ্যকেই। বিচারব্যবস্থার থেকে এই রায় আশা করিনি। ভেবেছিলাম ন্যায়বিচার পাব।’

হতাশার সুর শিক্ষিকা শিপ্রা বিশ্বাসের গলাতেও। রায় শুনে ভেঙে পড়ে তিনি জানিয়েছেন, ‘কিছুই আর পরিবর্তন হবে না। সত্যের জয় আর এল না। এতদিন মিথ্যে আশা নিয়ে বসেছিলাম। এখন মনে হচ্ছে মানুষকে বলতে হবে অসৎ পথে চলো। ভাবতেই পারিনি এরকম অদ্ভূত ব্যাপার শুনব।’

আরও পড়ুন: ৪% নয়, পুরো বকেয়া DA! সুপ্রিম কোর্টের রায়ে এপ্রিলে রাজ্য কর্মীদের হাতে আসতে পারে মোটা অঙ্ক?