Ekchokho.com 🇮🇳

SSC Scam : স্কুলে স্কুলে Teacher নেই! পড়াচ্ছে Senior Student, এবার কি হতে চলছে ‘Civic Teacher’ মডেল?

SSC Scam : সরকারি চাকরি (Government Job) মানেই মধ্যবিত্ত বাঙালির কাছে স্বপ্নের জীবন। সেই স্বপ্ন পূরণ করতে দিনের পর দিন পড়াশোনা, কোচিং, পরীক্ষা— সবকিছুই করেছিল হাজার হাজার যুবক-যুবতী। SSC (Staff Selection Commission) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন চাকরির নিয়োগপত্র হাতে এসেছিল, তখন তাঁদের আনন্দের শেষ ছিল না। কিন্তু ভাগ্যের এমন নির্মম ...

Updated on:

SSC Scam : স্কুলে স্কুলে Teacher নেই! পড়াচ্ছে Senior Student, এবার কি হতে চলছে 'Civic Teacher' মডেল?

SSC Scam : সরকারি চাকরি (Government Job) মানেই মধ্যবিত্ত বাঙালির কাছে স্বপ্নের জীবন। সেই স্বপ্ন পূরণ করতে দিনের পর দিন পড়াশোনা, কোচিং, পরীক্ষা— সবকিছুই করেছিল হাজার হাজার যুবক-যুবতী। SSC (Staff Selection Commission) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন চাকরির নিয়োগপত্র হাতে এসেছিল, তখন তাঁদের আনন্দের শেষ ছিল না। কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস! SSC Recruitment Scam-এর জেরে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে আজ তাঁরা চাকরি হারিয়ে রীতিমতো রাস্তায়।

একটা স্কুল (School) মানেই শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান। কিন্তু সেই শিক্ষকরাই যদি না থাকেন? চাকরি বাতিলের (Job Cancellation) ফলে মুর্শিদাবাদ (Murshidabad) থেকে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur), দক্ষিণ ২৪ পরগনা থেকে বাঁকুড়া— রাজ্যের বিভিন্ন স্কুল কার্যত শিক্ষাবিহীন। কোথাও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের (Students Teaching) দিয়ে ক্লাস চালানো হচ্ছে, কোথাও অবসরপ্রাপ্ত (Retired Teacher) শিক্ষক-শিক্ষিকারা পড়াচ্ছেন সাময়িকভাবে। কেউ কেউ হেডমাস্টার (Headmaster) হয়েও ঘণ্টা বাজানো, আবার কেউ পরীক্ষার হলে গার্ডের কাজ করছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় SSC Scam এ (West Bengal Education System)

রাজ্যের (West Bengal) শিক্ষা ব্যবস্থা এক কথায় ভেঙে পড়েছে (Education Crisis)। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে বহু স্কুলে এক বা দু’জন মাত্র শিক্ষক পড়ে রয়েছেন। স্কুল (School Management) চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকদের বদলে ক্লাসে গিয়ে পড়াচ্ছেন সিনিয়র স্টুডেন্ট (Senior Students)। স্কুল কর্তৃপক্ষের মাথায় হাত— কীভাবে চলবে ক্লাস, কীভাবে সামলানো যাবে পড়ুয়াদের?

Read More: SSC Scam :২৬ হাজারের স্বপ্ন ভেঙে চুরমার! কাদের দিতে হবে বেতন ফেরত? Supreme Court রায়ে বিস্ফোরণ, মমতা বললেন– ‘এই রায় মানি না’!

মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাশ্রমের ডাক (Voluntary Teacher/ Civic Teacher)

নেতাজি ইন্ডোর (Netaji Indoor) স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানিয়েছিলেন — “আপনারা স্কুলে যান, ক্লাস নিন, ভলান্টারি সার্ভিস (Voluntary Service) দিতে তো কেউ আটকায়নি।” যদিও চাকরিহারা (Jobless Teachers) শিক্ষকরা জানিয়ে দেন — তাঁরা স্বেচ্ছাশ্রম দিতে রাজি নন, তাঁরা সম্মানসহ নিজের চাকরি ও বেতন ফেরত চান। কিন্তু সরকারের তরফে সুস্পষ্ট কোনও প্রতিশ্রুতি না আসায় তাঁরা হতাশ।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের ঠিক একদিন পরেই মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে (Dhulian Girls School) দেখা গেল এক অন্য ছবি। সেখানে চাকরি বাতিল হওয়া ১৮ জন শিক্ষক-শিক্ষিকা (Jobless Teachers) ফিরে এলেন ক্লাস নিতে। তবে কোনও নির্দিষ্ট বেতন (Salary) নেই, নেই কোনও নিশ্চয়তা। কার্যত ‘Civic Police’-এর (Civic Police) মতো এবার ‘Civic Teacher’ (Civic Teacher Model) চালু হল স্কুলে স্কুলে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই জেলাজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।

More Like This: WAQF ACT: বাংলায় ওয়াকফ আইন কার্যকর হবে না! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে স্বস্তি সংখ্যালঘুদের, ফিরহাদের বিস্ফোরক বার্তা ভাইরাল!