এলন মাস্কের Starlink আসছে ভারতে! মাত্র ২ মাসে শুরু পরিষেবা, খরচ জানলে চমকে যাবেন

Starlink: বহু প্রতীক্ষার পর এযেন স্বপ্ন সত্যি হওয়ার পালা। সুদীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে পা রাখতে চলেছে এলন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্ক (Starlink)। জানা যাচ্ছে, আগামী দু’মাসের মধ্যেই দেশব্যাপী শুরু হবে স্টারলিঙ্কের (Starlink) স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। শুরুতে ব্যবহারকারীদের জন্য থাকবে এক মাসের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা। জেনে ...

Updated on:

Satrlink

Starlink: বহু প্রতীক্ষার পর এযেন স্বপ্ন সত্যি হওয়ার পালা। সুদীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে পা রাখতে চলেছে এলন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্ক (Starlink)। জানা যাচ্ছে, আগামী দু’মাসের মধ্যেই দেশব্যাপী শুরু হবে স্টারলিঙ্কের (Starlink) স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। শুরুতে ব্যবহারকারীদের জন্য থাকবে এক মাসের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা।

জেনে নিন, স্টারলিঙ্কের (Starlink) সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য:

বিশ্বের ধনকুবের এলন মাস্কের মালিকাধীন স্পেসএক্সের একটি প্রযুক্তি হলো স্টারলিঙ্ক (Starlink)। এই প্রযুক্তির দ্বারা পৃথিবীর যেকোনো প্রান্তে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে। এখনো পর্যন্ত ৬ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্টারলিঙ্ক। এর দ্বারা সরাসরি ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে।

Starlink
Starlink

এই সংস্থার লক্ষ ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা বর্ধিত করে ৪২ হাজার করা। জানা যাচ্ছে, এই ইন্টারনেট পরিষেবা লো-আর্থ অরবিট থেকে সরবরাহ করা হবে। অর্থাৎ হিসাব অনুযায়ী পৃথিবী থেকে মাত্র 160-2000 কিলোমিটার উচ্চতার মধ্যে এই স্যাটেলাইটগুলি ঘুরপাক খাচ্ছে এবং এখান থেকেই ইন্টারনেট পরিষেবা সরবরাহ করা হবে।

জানুন, কোথায় এই স্টারলিঙ্ক কাজ করবে?

স্টারলিঙ্ক (Starlink) প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো প্রত্যন্ত গ্রাম বা দুর্গম পাহাড়ি অঞ্চলেও এক পরিষেবা মিলবে অর্থাৎ, যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনও পর্যন্ত মোবাইলের টাওয়ার পৌঁছয়নি, সেখানে স্টারলিঙ্ক থাকলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা মিলবে। যদিও এর একটাই শর্ত হলো খোলা এবং পরিষ্কার আকাশের নীচে ডিভাইসটিকে লাগাতে হবে।

অবশ্যই দেখবেন: ফের ছুটির মেলা! রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলে টানা ১২ দিনের ছুটি! কেন? জানুন বিস্তারিত

জেনে নিন, স্টারলিঙ্ক ব্যবহারের খরচ:

স্টারলিঙ্ক (Starlink) ব্যবহারের জন্য প্রথমে একটি স্ট্যান্ডার্ড কিট কিনতে হবে। এর বাজার মূল্য ধরা হচ্ছে 395 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 33 হাজার টাকা। এই কিটে থাকবে ডিশ অ্যান্টেনা, পাওয়ার অ্যাডাপ্টর, ওয়াইফাই রাউটার, মাউন্টিং স্ট্যান্ড এবং কেবল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, একবার কানেকশন নেওয়ার পর প্রতি মাসে ৩০০০-৪২০০ টাকার মধ্যে যে কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে। তবে সাবস্ক্রিপশন নির্ভর করবে প্ল্যান ও স্পিডের উপর। এর স্পিড হতে পারে 50 mbps থেকে 250 mbps এর মধ্যে।

লাইসেন্স পেতে পার তিন বছর:

উল্লেখ্য, ভারতে এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক পরিষেবা চালু করার জন্য আবেদন জানিয়েছিল ২০২২ সালে। তবে জাতীয় নিরাপত্তা রক্ষার কারণে সেইসময় কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দেয়নি। সেই থেকে তিন বছর পর অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকার এয়ারটেলের সঙ্গে চুক্তির দ্বারা স্টারলিঙ্ককে লাইসেন্স প্রদান করে সরকার। যদিও পরবর্তীকালে রিলায়েন্স জিও একই পথে হাঁটে।

অবশ্যই দেখবেন: রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি! উত্তরবঙ্গেও কি নামবে দুর্যোগ? জানুন বিস্তারিত আবহাওয়ার আপডেট

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বাজারে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রাহকদের বিরাট অফার দিচ্ছে স্টারলিঙ্ক। প্রথম মাসে গ্রাহকদের বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। ভারতের বাজারে এই স্টারলিঙ্ক কতটা আধিপত্য বিস্তার করতে পারে তা এখন ভবিষ্যতের গর্ভে।

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon