New Holiday: জামাইষষ্ঠীতে জম্পেশ খাওয়া দাওয়া চললেও হজম নিয়ে বিপাকে পড়তে পারেন জামাইরা। কারণ প্রচন্ড গরমে হজম সমস্যায় নাজেহাল হতে পারেন। সেই জামাইদের কথা ভাবলো এবার রাজ্য সরকার। একটা দিন একটু আরাম-আয়েশে কাটাতে জামাইদের জন্য ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মূলত বাঙ্গালীদের উৎসব হিসেবেই পরিচিত এই জামাইষষ্ঠী।
তাই জামাইষষ্ঠীতে কেন্দ্রীয় ছুটি থাকে না বললেই চলে। তাই রাজ্য সরকারি কর্মচারীদের কথা ভাবলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী। অফিস কাছারি থেকে স্কুল থাকবে ছুটি। নতুন ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। নবান্ন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তাতে জামাইদের মুখে হাসি ফুটেছে। জামাই ষষ্ঠী উপলক্ষে আগামী ১২ ই জুন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন নবান্ন।
দুপুর ২ টো থেকে ছুটি হয়ে যাবে অফিস কাছারিতে। তবে এই প্রথমবার নয় ২০২১ সালে জামাইষষ্ঠীতে ছুটি দেওয়া হয়েছিল। সেটা অবশ্য ছিল পূর্ণদিবস ছুটি। গোটা দিন আম রসগোল্লা থেকে ভেটকি পাতুরি ইলিশ ভাপা পড়েছিল জামাইদের পাতে। তবে এবার জামাইষষ্ঠীতে সকালের লুচি কিংবা সাদা আলুর তরকারি খাওয়া হবে না।
বরং দুপুরে কিংবা বিকেলে গিয়ে পঞ্চ ব্যঞ্জনে আহার সেরে ফেলতে হবে জামাইদের। আসলে গোটা দিন ছুটি হয়ে গেলে নানান রকম গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটবে তাই সব কথা মাথায় রেখেই দুপুর ২ টো পর্যন্ত কাজ সেরে ফেলে ছুটি উপভোগ করতে পারবেন জামাইরা।
জামাইষষ্ঠীর পর রয়েছে আরও তিনদিন ছুটি। আগামী ১৭ই জুন বকরি ঈদ, সোমবার বকরি ঈদ তার আগে শনি এবং রবিবার বাড়তি ছুটি পাওয়া যাচ্ছে। অর্থাৎ টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আর তার সাথে জামাইষষ্ঠীর অর্ধেক দিবস ছুটি(New Holiday)। সবমিলিয়ে জামাই ষষ্ঠী জমজমাট।