LPG: রোজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়ে চলেছে। এর উপর নভেম্বর মাসে এক ধাক্কায় ৬১ টাকা বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে সুসংবাদ হলো এই মূল্যবৃদ্ধি হয়েছে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে। তবে রান্নার গ্যাসের ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে এবার মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দিতে চলেছে রাজ্য।
মূল্যবৃদ্ধির বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের উপর চাপ বাড়তে শুরু করেছে। তাই এই সমস্যার সুরাহা করতে ৪৫০ টাকার বিনিময়ে LPG গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই সুবিধা দিতে চলেছে রাজস্থান সরকার। NFSA এর অধীনে প্রতি পরিবারের জন্য একটি করে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ভাবছে রাজস্থান সরকার। উজ্জলা বা বিপিএল সুবিধা না থাকলেও খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য।
জানা যাচ্ছে ওই রাজ্যের ৬৮ লক্ষ পরিবার NFSA এর আওতায় রয়েছে। তবে এই সুবিধা পেতে পরিবারের সব সদস্যদের তাদের আধার কার্ড, NFSA রেশন কার্ড এবং নিজের LPG আইডি লিংক করিয়ে রাখতে হবে। এই লিংকের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের ৫ থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত এর প্রচারকার্য চলবে।
তবে যদি রাজ্য ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দিতে সক্ষম হয় তবে এর খরচ বাবদ ২০৯ কোটি টাকার অতিরিক্ত বার্ষিক খরচ বাড়বে রাজস্থান সরকারের। তবে এই সমস্যাকে পাত্তা না দিয়ে মানুষের সাহায্যের পথে হাঁটতে চাইছে রাজ্য। তবে এই ঐতিহাসিক পদক্ষেপে খুশি আম জনতা। বিশেষ করে সমাজের নিচু স্তরের মানুষদের হেঁসেলের খরচ অর্ধেক কমে আসায় খুশি সকলে। যেখানে রাজ্যের অন্যান্য সরকারগুলো পণ্যের দাম বাড়াতে ব্যস্ত সেখানে রাজস্থানের এই অভিনব উদ্যোগ বেশ চর্চিত হচ্ছে গোটা দেশ জুড়ে।