শাড়ি ছেড়ে কুর্তি পরে সাধ খেলেন শুভশ্রী, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

0
36
Subhashree Ganguly
Subhashree Ganguly

টলিউডের অন্যতম সেরা জুটি হলো শুভশ্রী এবং রাজ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন তারা। বিয়ের মাত্র দু বছরের মাথায় জন্ম দিয়েছিলেন প্রথম পুত্র সন্তানকে। সুখী পরিবারে এখন আর কিছুদিনের মধ্যেই আগমন হতে চলেছে দ্বিতীয় সন্তানের। দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী।

কিছুদিন আগেই ডান্স বাংলা ডান্সের পর্ব শেষ হয়ে গেছে তাই এখন শুভশ্রী পুরোপুরি বাড়িতে বিশ্রাম করছেন। বড় ছেলেকে সময় দেওয়ার পাশাপাশি এখন পুরোটাই নিজের দিকে খেয়াল রাখছেন তিনি। আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন এই নায়িকা। তার আগে কাছের মানুষদের নিয়ে সাধ ভক্ষণ করলেন শুভশ্রী।

পছন্দের সবকিছু রান্না করা হয়েছিল এই শুভদিনে। বাড়ির নিকট আত্মীয় এবং পরিবার পরিজনকে নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন শুভশ্রী। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় হবু মা এবং শিশুর সুস্থতা কামনা করি সকলে ভালোবাসা জানিয়েছেন শুভশ্রীকে।

প্রথমবারের মতো দ্বিতীয় বারও নিজের গর্ভাবস্থার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন শুভশ্রী। বোঝাই যাচ্ছে তিনি এখন এই মুহূর্তকে পুরোপুরিভাবে উপভোগ করে নিতে চাইছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং তিনি যথাসম্ভব কাজ করছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আপাতত তিনি বাড়িতে সকলের খেয়ালে রয়েছেন।।

আরও পড়ুন: রূপের আসল চেহারা দেখে ফেলে মীনাক্ষীকে জানিয়ে দিল গিনি! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব