Supreme Court DA Order: সুপ্রিম কোর্ট থেকে এল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বড়সড় স্বস্তির খবর। বহু বছর ধরে চলতে থাকা আইনি লড়াইয়ের পর অবশেষে শুক্রবার (১৬ মে, ২০২৫) শীর্ষ আদালত জানিয়ে দিল— পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা (DA) দিতে হবে এবং তা আগামী ৪ সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে। এই রায়ে যেমন খুশি রাজ্য সরকারি কর্মীরা, তেমনই চাপে পড়েছে রাজ্য সরকার।
কী বলেছে সুপ্রিম কোর্ট? Supreme Court DA Order
শুক্রবার, বিচারপতি সঞ্জয় করোল এবং মনোজ মিশ্র-র ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্যকে অন্তত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা আগামী চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। আদালত আরও জানায়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী অগাস্ট মাসে। এই নির্দেশে একদিকে যেমন কর্মীদের দীর্ঘদিনের অধিকার কিছুটা পূরণ হল, অন্যদিকে রাজ্য সরকারের জন্য এটা একটা বড় আর্থিক চাপের বার্তা।
কী ছিল মামলার পটভূমি?
- ২০১২ সালে প্রথম এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে।
- এরপর ২০১৯ সালে কয়েকজন সরকারি কর্মচারী কলকাতা হাই কোর্টে মামলা করেন, কেন্দ্রীয় কর্মীদের হারের সঙ্গে সমতা রেখে ডিএ দাবি করে।
- ২০২২ সালে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় কর্মীদের মতো ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়।
- রাজ্য সরকার এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়।
- আর আজ, ২০২৫ সালে, সুপ্রিম কোর্ট রাজ্যের প্রতি কড়া বার্তা দিয়ে জানায়— বকেয়া ডিএর অন্তত ২৫% কর্মীদের দিতে হবে।
অবশ্যই দেখবেন: ফের প্রমাণ করলেন ‘দেশভক্ত’! জওয়ানদের জন্য বিশেষ এই কাজ করলেন অক্ষয় কুমার
রাজ্যের অবস্থান কী ছিল?
রাজ্যের পক্ষে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সাফ জানিয়ে দেন, এই বিশাল পরিমাণ ডিএ দিলে রাজ্যের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে।
তিনি বলেন,
“রাজ্যের আর্থিক অবস্থা এমন নয় যে, একসঙ্গে ৫০% ডিএ দেওয়া সম্ভব। এটা বাস্তব সম্মত নয়।”
কিন্তু আদালত জানায়, যেহেতু হাই কোর্টের রায়ে কোনো আইনি ভুল নেই, রাজ্য সরকার ২৫ শতাংশ বকেয়া ডিএ অন্তত দিতেই বাধ্য।
অবশ্যই দেখবেন: বিকেলের পরই ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ায় জরুরি আপডেট
মামলাকারীদের প্রতিক্রিয়া
বিকাশরঞ্জন ভট্টাচার্য, মামলাকারী পক্ষের আইনজীবী বলেন,
“এটা কর্মচারীদের অধিকার। এতদিন রাজ্য সরকার সেটা অস্বীকার করে আসছিল। আজ আদালত সেই অধিকারকে স্বীকৃতি দিল।”
তাঁর মতে, এই নির্দেশ প্রমাণ করে যে, ডিএ কোন অনুগ্রহ নয়, এটি কর্মচারীদের প্রাপ্য অধিকার।
বর্তমানে কত শতাংশ ডিএ পান রাজ্যের কর্মচারীরা?
কর্মচারীর ধরন | ডিএ শতাংশ (বর্তমানে) |
---|---|
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী | ১৮% |
কেন্দ্রীয় সরকারি কর্মচারী | ৫৫% |
প্রসঙ্গত, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন, যার ফলে বর্তমানে তারা ১৮% মহার্ঘভাতা পাচ্ছেন। তবে এখনও কেন্দ্রীয় কর্মীদের তুলনায় এই হার অনেকটাই কম।
বকেয়া ডিএ নিয়ে কর্মচারীদের দাবি
সরকারি কর্মচারীদের দাবি ছিল—
- কেন্দ্রীয় হারের সঙ্গে মিলিয়ে ৩১% হারে ডিএ দিতে হবে।
- এর সাথে বকেয়া হিসেব করে অন্তত ৫০% পর্যন্ত ডিএ বকেয়া রয়েছে।
এখন সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তত ২৫% ডিএ পাওয়ার রাস্তা খুলল।
পরবর্তী শুনানি কবে?
শীর্ষ আদালত জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে অগাস্ট মাসে।
সেই শুনানিতে আদালত বাকি ২৫% অর্থাৎ সম্পূর্ণ বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে চূড়ান্ত নির্দেশ দিতে পারে বলে আশা কর্মীদের।
রাজ্য সরকারের প্রতিক্রিয়া
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন,
“আমরা এখনও আদালতের রায় হাতে পাইনি। রায় পাওয়ার পরেই মন্তব্য করব।”
এটা বোঝাই যাচ্ছে, রাজ্য এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছুটা ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ অবস্থানে রয়েছে।
কী প্রভাব পড়বে এই রায়ের?
সরকারি কর্মীদের জন্য:
✅ অনেক দিনের দাবির আংশিক পূরণ
✅ আগামী দিনে সম্পূর্ণ ডিএ পাওয়ার আশার আলো
✅ আইনি স্বীকৃতি যে ডিএ কোনো দয়া নয়, এটা অধিকার
রাজ্য সরকারের জন্য:
⚠️ ২৫% বকেয়া অর্থাৎ হাজার কোটি টাকার খরচ
⚠️ বাজেট ঘাটতি সামলানো বড় চ্যালেঞ্জ
⚠️ অন্য খাতে বরাদ্দ কমে যাওয়ার সম্ভাবনা
সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটা বড় জয়। বহু বছরের দাবি, আন্দোলন, মামলা— সবের শেষে এই নির্দেশ যেন নতুন আশার আলো। তবে পরবর্তী শুনানিতে কী হয়, রাজ্য সরকার পুরো বকেয়া মেটায় কি না— এখন গোটা রাজ্যজুড়ে সেই দিকেই নজর।
অবশ্যই দেখবেন: শিয়ালদহ স্টেশনে বিনা টিকিটে ট্রেনে উঠলেই ধরা! রেলের নতুন প্রযুক্তিতে বড় সিদ্ধান্ত!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |