Surya Grahan On Mahalaya 2024: ২০২৪ সালে সূর্যগ্রহণ রয়েছে চারটি। তার মধ্যে দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন। সনাতন ধর্ম এবং জ্যোতিষ শাস্ত্র মতে এই সূর্য গ্রহনের রয়েছে বিশেষ গুরুত্ব। পিতৃপক্ষের শেষ এবং মাতৃ পক্ষের সূচনা এই সূর্য গ্রহণ সংঘটিত হবে। যদিও এই সূর্য গ্রহন দেখা যাবে না ভারত থেকে তাই ভারতে এর সুতোৎকাল বিবেচনা করা হবে না। তা সত্ত্বেও অমাবস্যার দিনের এই সূর্য গ্রহণ অশুভ প্রভাব ফেলতে চলেছে।
এই সময় কালে কোন শুভ বা মাঙ্গলিক কাজ করা একেবারেই নিষিদ্ধ। চলতি বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ছিল সেপ্টেম্বর মাসে। ঠিক তার ১৫ দিন পর মহালয়ার দিন এই সূর্য গ্রহণ হতে চলেছে। ২০২৪ সালের দ্বিতীয় সূর্য গ্রহন এটি। এবছর দ্বিতীয় সূর্য গ্রহন হচ্ছে ২ অক্টোবর! ভারতীয় সময় অনুযায়ী এই সূর্য গ্রহণ শুরু হতে চলেছে নটা বেজে ১৩ মিনিটে! এরপর তার শেষ হবে রাত ৩:১৭ মিনিটে!
এই গ্রহণের সময়কাল ৬ ঘন্টা ৪ মিনিট! ভারতে যেহেতু দেখা যাবে না এই গ্রহণ তাই স্বাভাবিকভাবেই এর তেমন প্রভাব পড়বে না! পৃথিবী চন্দ্র এবং সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সূর্য গ্রহণ! সেই বিশেষ সময়টাতে সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছাতে পারেনা।
এটি আসলে একটি পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ। তাদের জন্য যখন সূর্যের আলো পৃথিবীতে আসে অথচ আংশিক বাধা পায় তাকে বলে আংশিক সূর্যগ্রহণ। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ৮ এপ্রিল! সেই সূর্যগ্রহণ অবশ্য ভারত থেকে দেখা যায়নি! পশ্চিম এশিয়া দক্ষিণ-পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা এবং উত্তর আমেরিকা সহ আরো বিভিন্ন প্রান্তে এই সূর্যগ্রহণ দৃশ্যমান ছিল!
আরও পড়ুন: Ration Card Items: পুজো উপলক্ষে অতিরিক্ত রেশন! দেখে নিন অক্টোবর মাসে কোন রেশন কার্ডে কী পাবেন