এবার সবুজ রঙের লিপস্টিক পড়ে চরম ট্রোলের শিকার স্বস্তিকা, নিন্দুককে মোক্ষম জবাব দিলেন বিউটি কুইন স্বস্তিকা

0
13

টলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বয়স ৪০ পেরোলেও, বোঝার জো নেই। পোশাকের স্টাইল থেকে শুরু করে ব্যক্তিত্ব সবকিছুতেই নজর কারেন তিনি। তিনি একজন দক্ষ অভিনেত্রী। তবে তার চরিত্রের আরেকটি দিক এই পপুলারিটির জন্য দায়ী। তিনি একজন স্পষ্ট বক্তা। নিজের মনের ভাব অকপটে স্বীকার করেন। রাখঢাক রেখে কথা বলা তিনি যেন শেখেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি।

বর্তমান সময়ে প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন দেখা যায়। আর এই স্মার্টফোনে আজ গোটা দুনিয়া এসে হাজির হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার এত বাড়বাড়ন্ত যে, এই যুগকে সোশ্যাল মিডিয়ার যুগও। বলা যায় সোশ্যাল মিডিয়ার যেমন অনেক ভালো দিক আছে তেমন বেশ কিছু খারাপ দিক রয়েছে।

তবে সেই সমস্ত খারাপ দিক -কে ছাপিয়ে গেছে ভালো দিকগুলি। যার ফলে সোশ্যাল মিডিয়া আজ এত পপুলার। সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত বুঝে থাকি ইউটিউব (youtube), ফেসবুক (facebook), টুইটার (twitter), ইনস্টাগ্রাম (instagram) ইত্যাদি -কে। বেশ কিছু বছর আগে প্রতিভা (Talent) থাকলেও জনপ্রিয়তা পাওয়া খুবই কষ্টের ছিল।

কিন্তু আজ তা সহজ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই মানুষ আজ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদি কারোর মধ্যে প্রতিভা থাকে তাহলে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারে সে। আমরা সোশ্যাল মিডিয়ার পাতায় বিভিন্ন ধরনের খবর পাই। আমরা নিজেদের অলস সময় সোশ্যাল সাইটগুলিতেই কাটিয়ে থাকি। তাই মুহূর্তেই যে কোন ভিডিও ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়া কেবলমাত্র সংবাদ মাধ্যম হয়েই সীমাবদ্ধ থাকেনি। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে।

সবুজ এক প্রিন্টেড পোশাকের সাথে পরেছিলেন গাঢ় সবুজ রঙের লিপস্টিক। আর এর জেরেই ট্রোল হতে হচ্ছে তাঁকে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথেই নিন্দুকরা নিন্দে করা শুরু করেছেন। বরাবরের মতো পাত্তা দেননি স্বস্তিকা। এই ছবিতে স্বস্তিকার পরনে ছিল অ্যানিমেল প্রিন্টেড সবুজ রঙের কোঅর্ড সেট। আর ঠোঁটেছিল সবুজ রঙের লিপস্টিক। কখনোই নিয়ম মেনে জীবন যাপন করেন না স্বস্তিকা। নিয়ম ভাঙ্গার খেলাতেই মাততে বেশি পছন্দ করেন। অভিনয় ছাড়াও ফ্যাশন স্টেটমেন্ট এর জন্য বরাবর চর্চায় উঠে আসেন তিনি। তার শাড়ি ও ব্লাউজের কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনাদের।