Taruner Swapna Scheme: রাজ্যের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক নতুন প্রকল্প শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ছাত্রছাত্রীর সুবিধার্থে নানান রকম প্রকল্প, স্কলারশিপ চালু রয়েছে এই রাজ্যে। সেরকমই একটি প্রকল্প হল তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme)।
তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ছাত্র-ছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। বিগত ৩ বছর অর্থাৎ ২০২১ সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ রাজ্য বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর সঙ্গে সঙ্গে এবার একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও ট্যাব বা মোবাইল কেনার ১০ হাজার টাকা দেওয়া হবে।
এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে স্কুলের তরফ থেকে পড়ুয়াদের লিস্ট জমা করতে হয়। শিক্ষা দফতরের তরফ থেকে জানা যাচ্ছে আগামী ২৯ শে আগস্টের মধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক / শিক্ষিকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের তালিকা ফাইনাল করে জানাতে হবে।
এরপর স্কুল সার্টিফিকে জেনারেট করে সেগুলো সিল করে আপলোড করবে। এরপর সেটা DI অফিস অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরের অনুমোদনের জন্য পাঠানো হবে। এর জন্য ৩রা সেপ্টেম্বর পর্যন্ত সময় ধার্য্য করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে টাকা ঢুকে যাবে।
পেমেন্ট ফাইল জেনারেশন হয়ে গেলেই টাকা ঢুকতে বেশি দেরি লাগবে না। যাদের নাম লিস্টে থাকবে তাদের নামে ৪ঠা সেপ্টেম্বরেই বিল জেনারেট করা হবে। ও ৫ ই সেপ্টেম্বর শিক্ষার দিবসে টাকা দেওয়া হবে। প্রতিবছর এই দিনেই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। যে সমস্ত স্কুলের নামের লিস্ট প্রথমদিকে সাবমিট হয়ে গিয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীরা ৫ই সেপ্টেম্বরেই টাকা পেয়ে যাবে। আর যাদের লিস্ট শেষের দিকে জমা পড়েছে তাদের হয়তো দুই এক দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে।