Tata Curvv EV: একদিকে যেমন লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেল-এর দাম, ঠিক তেমনভাবেই জনসাধারণের আগ্রহ বাড়ছে বৈদ্যুতিক গাড়ির প্রতি। বর্তমানে ভারতবর্ষে EV গাড়ির জগতে এগিয়ে রয়েছে টাটা। তাঁদেরই EV গাড়ির বিক্রি বর্তমানে সবথেকে বেশি। এবার নতুন করে বিপ্লব আনলো টাটা। চারচাকা গাড়ির জগতে টাটার বিপ্লব।
টাটার দুর্ধর্ষ যান! ১৫ মিনিট চার্জে ১৫০ কিমি!
বর্তমানে টাটাদের তরফে যে বৈদ্যুতিক গাড়িটি লঞ্চ করা হয়েছে সেটির নাম টাটা কার্ভ ইভি (Tata Curvv EV)। এই গাড়িটি কেবলমাত্র কম সময়ের চার্জ দিয়ে ছোটা গাড়ির মধ্যে যে একটি তা নয়। পাশাপাশি গাড়ির ডিজাইন থেকে বৈশিষ্ট্য সবই অত্যাধুনিক মানের। এই গাড়িতে থাকছে সানরুফ থেকে শুরু করে বড় টাচস্ক্রিন! সেফটি ফিচার কি-আরো কত কি!
টাটা সংস্থার তরফে লঞ্চ করা গাড়িটির একাধিক ভ্যারিয়েন্ট। এটি আপাতত সবচেয়ে কমদামি মডেল হিসেবেই চিহ্নিত। গাড়ির বেস মডেলে ৪৫ কিলোওয়াটের ব্যাটারি দেওয়া হয়েছে। একবার ফুল চার্জ দিলে এই গাড়ি ৫০২ কিলোমিটার ছুটতে পারে। আর সবচেয়ে দামি মডেলটিতে দেওয়া হল ৫৫ কিলোওয়াটের ব্যাটারি। যা একবার ফুল চার্জ দিলে ছুটতে পারে ৫৮৫ কিলোমিটার।
জানা যাচ্ছে, এই গাড়িটিতে যে ফিচারগুলি রয়েছে সেগুলি প্যানারমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক, অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেল লাইট-সহ আরো অন্যান্য ফিচার। এখন ভাবছেন গাড়িটির দাম কত হবে? এই গাড়ি এক্স-শোরুম প্রাইস সবচেয়ে কম দাম হবে ১৭.৪৯ লক্ষ টাকা আর সবচেয়ে বেশি দাম হবে ২১.৯৯ লক্ষ টাকা।
আরও পড়ুন: BSNL Recharge: লাগবে না প্রথম মাসের টাকা! ১০০ টাকা কমে গেল BSNL-এর এই রিচার্জ প্ল্যান