Teacher’s Day 2024 Gift Ideas: শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে আলাদাই সম্পর্ক থাকে। বাবা-মার পরেই যদি আমাদের জীবনের সবথেকে সম্মানীয় কেউ থেকে থাকে তাহলে তা হলো শিক্ষক শিক্ষিকারা। কারণ জীবনে চলার পথে তারা আমাদের বিভিন্ন রকম শিক্ষা দিয়ে থাকেন। শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। তাদের থেকে আমরা আরও অনেক রকম শিক্ষা পেয়ে থাকি। যেগুলি আজীবন আমাদের চলার পথে কাজে লেগে থাকে। আর সামনেই রয়েছে শিক্ষক দিবস, আগামী ,৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এই দিন ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষকদের জন্য উপহার নিয়ে যায়, তাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। তাই আজকের প্রতিবেদনটি প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য। এই শিক্ষক দিবসে স্যার ম্যাডামদের কি কি উপহার দেওয়া যায় সেই নিয়েই আলোচনা করব আমরা।
১.হাতে লেখা চিঠি: হাতে লেখা চিঠি বা কার্ডের বিকল্প কখনোই হয় না। শিক্ষকদের প্রতি ভালবাসার সবথেকে সুন্দর বহিঃপ্রকাশ হবে, যদি ছাত্র ছাত্রীরা নিজের হাতে চিঠি লিখে দেয় তাদের প্রিয় শিক্ষক বা শিক্ষিকাকে।
২.ব্যক্তিগত নোটপ্যাড বা ডায়রি: আপনি আপনার প্রিয় শিক্ষককে কোনও ডায়েরি দিতে পারেন, যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তিনি লিখে রাখতে পারবেন।
৩.গাছ: আপনার শিক্ষক বা শিক্ষিকা যদি গাছ প্রেমিক হন, তাহলে তাঁর প্রিয় কোনও গাছ তাঁকে উপহার দিতে পারেন। এতে আপনার উপহার দেওয়া হল আবার পরিবেশ রক্ষাও হল।
৫.বই: বইয়ের থেকে ভালো উপহার আর কিছু হয় না। আপনার শিক্ষক বা শিক্ষিকাকে তাঁর প্রিয় কোনও বই উপহার দিন। এতে করে আপনার তাঁর প্রতি ভালোবাসা আরও বেশি প্রকাশিত হবে।
৬.কেক, মিষ্টি: আপনার প্রিয় গুরু যদি ভোজন রসিক হন, সেক্ষেত্রে তাঁর প্রিয় চকলেট বা মিষ্টি তাঁকে উপহার দিতে পারেন।
৭.কোলাজ: প্রিয় শিক্ষকের সঙ্গে আপনার কাটানো মুহূর্তগুলি একটি জায়গায় কোলাজ করে তাঁকে উপহার হিসেবে দিতে পারেন।