Tech Tips: ঝড় বৃষ্টির সময় মাঝে মধ্যেই বাজ পড়ে যার জেরে বাড়ির বিভিন্ন ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বজ্রপাতের সময় কিভাবে নিজের বাড়ির ইলেকট্রিক জিনিসগুলি রক্ষা করবেন আজকের প্রতিবেদনে তারই কিছু সহজ টিপস দেওয়া হলো। এই টিপসগুলি ফলো করলে আপনি আপনার বাড়ির বৈদ্যুতিক জিনিসগুলি কিছুটা হলেও রক্ষা করতে পারবেন।
১. অনেক সময় বাজ পড়ার সময় আমরা বাড়ির ইলেকট্রিক তারগুলি খুলে ফেলি। তবে সবথেকে ভালো হয় যখন বৃষ্টি পড়া শুরু হয় তখনই বাড়ির বৈদ্যুতিক তারগুলির সংযোগ ছিন্ন করে দেওয়া।
২. অনেকেরই ধারণা আর্থিং করা থাকলে আপনার বাড়ির টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে এই ধারণা ভুল। তাই আর্থিং করা থাকলেও বাড়ির বৈদ্যুতিক সংযোগগুলি ছিন্ন করে দিন।
আরও পড়ুন: Post Office: পোস্ট অফিসের এই স্কিমে ২ লাখ টাকা জমিয়ে পেয়ে যান ৪ লাখ টাকা; জানুন কীভাবে!
৩. শুধু টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন নয়। বজ্র বিদ্যুৎএর সময় নিজের বাড়ির ওয়াইফাই কানেকশনও ছিন্ন করে দিন। না হলে বাড়ির রাউটারও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৪. বাজ পড়ার সময় ভুলেও নিজের মোবাইল ফোন চার্জে বসাবেন না। সেই থেকে মোবাইল ফোনের ক্ষতি হতে পারে।
৫. আর ভুলেও নিজের ল্যাপটপটিও চালাবেন না।