একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেই বিপদ! জুন মাসেই বড় সিদ্ধান্ত RBI-র, নইলে কাটা যাবে ১০ হাজার টাকা জরিমানা!

আজকের দিনে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া চলাই যেন অসম্ভব। সরকারি ভাতা হোক কিংবা মাসিক বেতন, সমস্ত কিছুই আজ ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে হয়ে থাকে। আবার অনেকেই নিরাপদ সঞ্চয়ের জন্য একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রাখেন, কখনও কাজের প্রয়োজনে, কখনও আবার অফার কিংবা সুদের লাভের জন্য। কিন্তু আপনি কি জানেন, এই অভ্যাসই এখন ...

Updated on:

একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেই বিপদ! জুন মাসেই বড় সিদ্ধান্ত RBI-র, নইলে কাটা যাবে ১০ হাজার টাকা জরিমানা!

আজকের দিনে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া চলাই যেন অসম্ভব। সরকারি ভাতা হোক কিংবা মাসিক বেতন, সমস্ত কিছুই আজ ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে হয়ে থাকে। আবার অনেকেই নিরাপদ সঞ্চয়ের জন্য একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রাখেন, কখনও কাজের প্রয়োজনে, কখনও আবার অফার কিংবা সুদের লাভের জন্য। কিন্তু আপনি কি জানেন, এই অভ্যাসই এখন আপনার বিপদ ডেকে আনতে পারে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাধারণ মানুষই পড়ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁদে, সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI Guidelines)

অনেক সময় চাকরির জন্য, ব‍্যবসার জন্য, অথবা পারিবারিক প্রয়োজনেই আমরা বিভিন্ন ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট খুলে ফেলি। বেশিরভাগ মানুষই জানেন না যে, একাধিক অ্যাকাউন্ট ব্যবহারে কী কী নিয়ম মানতে হয়। আর সেই অজ্ঞানতাই এবার বড় বিপদ ডেকে আনতে পারে। কারণ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ RBI এবার কড়া পদক্ষেপ নিয়েছে একাধিক অ্যাকাউন্টকে ঘিরে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুয়ো লেনদেন (Fake Transactions) হলেই লাগবে কড়া জরিমানা

সম্প্রতি RBI একটি নির্দেশিকায় জানিয়েছে, যদি কোনও ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে ভুয়ো বা সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে, তাহলে সেই ব্যক্তি ১০,০০০ টাকার জরিমানার মুখে পড়বেন। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র একাধিক অ্যাকাউন্ট থাকা নয়—সেই অ্যাকাউন্টগুলিতে অসামান্য কার্যকলাপ বা স্ক্যাম জাতীয় লেনদেন ঘটলেই এই জরিমানা কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষকেও হতে হবে অনেক বেশি সতর্ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

 জরিমানা সরাসরি কেটে নেওয়া হবে অ্যাকাউন্ট থেকে (Penalty Deduction)

RBI জানিয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে জরিমানার ১০,০০০ টাকা। যদি কোনও ব্যক্তি এই জরিমানা মেটাতে অস্বীকার করেন, তবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক আইনগত ব্যবস্থা নিতে পারবে। এমনকি প্রয়োজনে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার অধিকারও থাকবে। এতে করে যারা স্ক্যাম বা জালিয়াতিতে যুক্ত, তাদের রুখতেই এই সিদ্ধান্ত বলেই মত বিশেষজ্ঞদের।

 কখন এবং কী করতে হবে গ্রাহকদের? জানুন শেষ সময়সীমা (Deadline for Account Closure)

যদিও RBI এখনও নির্দিষ্ট কোনও ‘ডেডলাইন’ ঘোষণা করেনি, তবে শিগগিরই আগামী মাস অর্থাৎ জুলাই, ২০২৫-র মধ্যে একাধিক সন্দেহজনক বা অকার্যকর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ আসতে পারে বলে সূত্রের খবর। তাই গ্রাহকদের এখনই সতর্ক হওয়া উচিত। সমস্ত KYC তথ্য আপডেট রাখুন (Update KYC), অকার্যকর বা অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিন (Close Unused Bank Account), এবং একই ধরনের লেনদেন একাধিক অ্যাকাউন্টে না করাই ভালো। সন্দেহজনক কিছু দেখলেই ব্যাঙ্ককে জানানো জরুরি। এতে যেমন আইনি বিপদ থেকে রক্ষা পাবেন, তেমনই নিরাপদ থাকবে আপনার সঞ্চয়।

Read More: ছুটির দিনেও মিলবে প্রকল্পের টাকা: পঞ্চায়েত দপ্তরের ‘সহজ সরল’ মোবাইল অ্যাপ আনছে নবান্ন