LPG Cylinder: কাঠ জ্বালিয়ে অথবা উনুন, স্টোভে রান্না করার চল এখন প্রায় নেই বললেই চলে। শহরের সঙ্গে সঙ্গে বর্তমানে এদেশের বহু গ্রামেও পৌঁছে গিয়েছে এলপিজি গ্যাস কানেকশন। তবে যেভাবে গ্যাসের (LPG Gas) দাম বাড়ছিল তাতে পকেটে চাপ পড়ছিল বহু মানুষের। এবার জনগণের জন্য বিরাট এক ঘোষণা করল সরকার।
আর কয়েকদিন পরেই সারা দেশ জুড়ে পালিত হবে রাখি বন্ধন উৎসব। তার আগে গৃহস্থদের মুখে হাসি ফোটাতে গ্যাস নিয়ে বিরাট ঘোষণা করল রাজ্য সরকার। জানানো হল, মাত্র ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, লাডলি বেহনা যোজনার অধীনে এলপিজি গ্যাসে সাবসিডি বা ভর্তুকি দেওয়া হবে। যে এলপিজি সিলিন্ডারের দাম ৮৪৮ টাকা পড়ে, তার উপরে ৩৯৮ টাকা ভর্তুকি দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় ১.২৯ কোটি মহিলা উপকৃত হবেন।
রাখিতে রাজ্য সরকারের তরফ থেকে এই বড় উপহার। রান্নার গ্যাস (LPG Cylinder) নিয়ে অনেকটাই চিন্তা কমল গৃহস্থ মহিলাদের। এর আগে জুলাই মাসেও লাডলি বেহনা যোজনার অধীন অতিরিক্ত ভর্তুকি (LPG Gas) দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেবার অতিরিক্ত ২৫০ টাকা সাবসিডি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ১ অগস্টই গ্রাহকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে বলেও জানিয়েছিলেন তিনি।
কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা স্কিম চালু করার পর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত মানুষের রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে নাহলে কিছুদিন আগে অবধি গ্রামাঞ্চলে কিংবা শহরেও অনেক পরিবার রান্নার জন্য কাঠ কয়লার কিংবা কেরোসিনের উপর নির্ভর করত।