Anubrata Mondal: জেল থেকে জেলায় ফিরবেন অনুব্রত। দীর্ঘদিন পর বীরভূমে ফিরছেন বীরভূমের বাঘ। তার জন্য উৎসবের মেজাজ শুরু হয়ে গিয়েছে যেলা জুড়ে। অনুব্রতর এই ফিরে আসায় ব্যাপক খুশি তার সতীর্থরা। সেজে উঠছে অনুব্রতর বাড়ি।অনুব্রতর বাড়িতে নতুন নীল রং করা হচ্ছে। সকন্যা বাড়িতে ফিরবেন অনুব্রত। আনন্দ যেন আর ধরছে না তার কর্মীদের। আর সেই আনন্দের আয়োজনে খাসির মাংস ভাতের বন্দোবস্ত করা হলো।
বীরভূমের নানুরের নিচু পট্টির আতকুলা গ্রামে খাসির মাংস এবং ভাত খাওয়ানো হল চারশ জন গ্রামবাসীকে। যে যত ইচ্ছা মাংস খাও। কারণ বাড়িতে ফিরছেন বীরভূমের বাগ অনুব্রত মণ্ডল তার জন্যই গ্রামবাসীদের এই খাবারের বন্দোবস্ত করা হয়েছে। প্রায় দুই বছর অতিক্রান্ত তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। খাতায় কলমে তিনি এখনো তৃণমূল নেতা।
এদিকে তার এই জামিনের খবর আসতেই শুক্রবার বিকাল থেকে উৎসব শুরু হয়ে গিয়েছে বীরভূমে। সামনেই রয়েছে দুর্গোৎসব তার আগে ঘরের ছেলে ঘরে ফিরছেন এতে ব্যস্ততা যেন আর ধরে না।। সবুজ আবির সবুজ রসগোল্লায় মেতে উঠেছে গ্রামবাসী। আবার অন্যদিকে অনুব্রতর স্লোগান নিয়ে তৈরি হয়ে গিয়েছে খেলা হবে গান। বীরভূমের নানুরে আতকুলা গ্রামে সাধারণ মানুষ বেজায় খুশি আনন্দে মেতে উঠে তারা খেলেন মাংস ভাত।
প্রসঙ্গত সিবিআইএর পর ইডির কাছ থেকেও জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। প্রথমে তাকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয় এরপরে নিয়ে যাওয়া হয় আসানসোলে। সেখান থেকে তি হারে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় তার মেয়ে সুকন্যা মণ্ডলকে। বাবার মতন একই দোষে দুষ্ট ছিলেন তিনি। দিল্লির রাউস এভিনিউ আদালতে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল।
তিহার জেলে থেকে নানান সমস্যার মুখোমুখি হয়েছিলেন ভেঙে পড়েছিল স্বাস্থ্য। অবশেষে জেল থেকে বাড়ির পথে পা বাড়াতেই খুশি অনুব্রত। এদিকে অনুব্রতর এই খুশিতে খাওয়া-দাওয়া আর আয়োজন করা হয় তার গ্রামের তালিকায় ছিল ভাত খাসির মাংস আলুর তরকারি দই এবং পাপড়। দুই বছর পর উৎসবের আগে কেষ্ট ঘরে ফেরায় নতুন করে উৎসব রচিত হয়েছে।
আরও পড়ুন: Padma Hilsa: খাদ্যপ্রেমীদের জন্য সুখবর! পূজোর আগেই ৩০০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ; জানুন বিস্তারিত