Today’s Gold Rate: আমাদের দেশের পাশাপাশি আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশেই সোনার মূল্য কিন্তু অনেক বেশি। বিশেষ করে মহিলাদের কাছে সোনার গয়না একটা আলাদাই আকর্ষণ। আর আমাদের দেশে তো সোনার আলাদাই কদর রয়েছে। যেকোনো শুভ অনুষ্ঠানে সোনা উপহার দেওয়া অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয়।
বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মত একাধিক অনুষ্ঠানে সোনা উপকার দেওয়া হয়ে থাকে কাছে আত্মীয়দের। তবে যত দিন যাচ্ছে সোনা যেন মধ্যবিত্তের হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। সোনার দাম এতটাই আকাশ ছোঁয়া যে কাউকে উপহার দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করতে হচ্ছে দাম নিয়ে।
তবে প্রতিদিন সোনার দাম এক থাকে না। কখনো সোনার দাম এক লাফে অনেকটা বেড়ে যায়, আবার কখনো সকলকে অবাক করে দিয়ে সোনার দাম অনেকটা কমে যায়। যেমন গত সপ্তাহ থেকে সোনার দাম অনেকবার ওঠানামা করেছে। কখনো দাম এক লাফে অনেকটা বেরিয়েছে, আবার কখনো অনেকটাই কমে গিয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সপ্তাহের শেষে শনিবার দিন সোনার রুপোর মূল্য কি রয়েছে বাজারে।
আজকে সোনার মূল্য(Gold Rate):
সোমবার ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৭,৩৮৫ টাকা এবং কেজি প্রতি দাম ছিল ৭,৩৮,৫০০ টাকা। মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,৩৫৮ টাকা। কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,৩৫,৮০০ টাকা। সোমবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৬,৭৭০ টাকা এবং কেজি প্রতি দাম ছিল ৬,৭৭,০০০ টাকা।
মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬,৭৪৫ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৬,৭৪,৫০০ টাকা। সোমবার ১৮ ক্যারেট কেজি প্রতি সোনার দাম ছিল ৫,৫৩,৯০০ টাকা। মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫,৫১৯ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৫,৫১,৯০০ টাকা।
মঙ্গলবার রূপোর দাম
শনিবার গ্রাম প্রতি রূপোর দাম ছিল ৯১.৫০ টাকা এবং কেজি প্রতি দাম ছিল ৯১,৫০০ টাকা। রবিবার, সোমবার দাম অপরিবর্তিত ছিল। মঙ্গলবার ১ গ্রাম রূপোর দাম রয়েছে ৯১.১০ টাকা এবং ১ কেজি রূপোর দাম রয়েছে ৯১,১০০ টাকা।
আরও পড়ুন: Job in America: দেড় কোটি টাকার চাকরি পেয়েও বিদেশে গেলেন না যুবক, বাবা মা তার কাছে প্রাধান্য পেল