Today’s Gold Rate: সোনা হল এমন একটি ধাতু যার চাহিদা দিন দিন বাড়ে বই কমেনা। প্রতিদিনই আমাদের দেশে সোনা বিক্রি হচ্ছে। তাই সোনার চাহিদা প্রতিদিনই থাকে। সেই কারণে সাধারণ মানুষের প্রতিদিন সোনার দামের উপর নজর থাকে। কোন দিন সোনার দাম কত রয়েছে সেই নিয়ে সকলেরই ধারণা থাকা দরকার।
দেশ বিদেশে সোনার ব্যাপক চাহিদা রয়েছে। তবে যেভাবে প্রতিদিন সোনার দাম বাড়ছে তাতে করে কদিন পরে সোনা কিনতে গেলে মধ্যবিত্তের পকেট খালি হয়ে যাবে। সোনার দাম প্রতিদিন এক থাকেনা কিন্তু বর্তমানে সোনার যে দাম রয়েছে তাতে সোনা কেনার ক্ষমতা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে।
যেকোনো শুভ অনুষ্ঠান বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ বার্ষিকীতে আত্মীয়-স্বজনরা সোনা উপহার দিয়ে থাকে। কিন্তু আকাশছোঁয়ার সোনার দাম হওয়ায় এখন সোনা দেওয়া থেকে অনেকেই বিরত থাকেন। সোনার দাম একেক দিন একেক রকম থাকে। কখনো একলাফের সোনার দাম অনেকটাই বেড়ে যায়।
আবার কখনো সোনার দাম অনেকটাই কমে যায়। বাজেটের পর থেকেই হু হু করে কমতে শুরু করেছিল সোনার দাম৷ কিন্তু দুদিন যেতে না যেতেই ফের চড়াও হয়েছে সোনার দাম। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ মঙ্গলবার বাজারে কেমন রয়েছে সোনা রুপোর মূল্য।
মঙ্গলবার সোনার দাম (Gold Rate):
সোমবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৭,০৫৮ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,০৫,৮০০ টাকা। মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭,১৬,২ টাকা এবং কেজি প্রতি সোনার দাম রয়েছে ৭,১৬,২০০ টাকা। সোমবার ২২ ক্যারাট সোনার দাম রয়েছে গ্রাম প্রতি ৬,৪৭০ টাকা। ১ কেজি সোনার দাম এদিন রয়েছে ৬,৪৭,০০০ টাকা।
মঙ্গলবার ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৫৬৫ টাকা। কেজি প্রতি সোনার দাম এদিন রয়েছে ৬,৫৬,৫০০ টাকা। সোমবার ১ কেজি ১৮ ক্যারাট সোনার দাম রয়েছে ৫,২৯,৪০০ টাকা। মঙ্গলবার কেজি প্রতি সোনার দাম রয়েছে ৫,৩৭,২০০ টাকা।
মঙ্গলবার রুপোর দাম
সোমবার ১ গ্রাম রূপোর দাম রয়েছে ৮৩ টাকা। ১ কেজি রূপোর দাম এদিন রয়েছে ৮৩,১০০ টাকা।মঙ্গলবার কেজি প্রতি রূপোর দাম রয়েছে ৮৩,৫০০ টাকা।