Gold Price Today: বর্তমানে যেভাবে জিনিসের দাম অগ্নি মূল্য হচ্ছে তাদের করে মধ্যবিত্তরা বেশ চিন্তাতেই পড়েছেন। পাশাপাশি সোনা রুপোর দাম দিন দিন বেড়েই চলেছে। সোনা রূপো হল এমন দুটি ধাতু যা সারা বছরই বিক্রি হতে থাকে। মধ্যবিত্ত পরিবার হোক বা ধনী পরিবার সব পরিবারের সোনা রুপো কেনা হয়ে থাকে। ভবিষ্যতের জন্য অনেকেই একটু একটু করে সোনা সঞ্চয় করতে থাকেন। কিন্তু যেভাবে সোনার দাম বাড়ছে তাতে কতদিন পর্যন্ত সেই সোনা মধ্যবিত্ত কেনার সাধ্যের মধ্যে থাকবে সেটা বলা যাচ্ছে না।
যদিও সোনা রুপার দাম প্রতিদিনই ওঠানামা করছে। কখনো একলাফে অনেকটা বেড়ে গেল তো আবার কখনো এক ধাক্কায় অনেকটাই কমে যায় সোনা রুপার দাম। তাই প্রতিদিনই খবরের কাগজ এবং নিউজ চ্যানেলে চোখ রাখতে হয় কবে কেমন দাম রয়েছে সেটার জানার জন্য। আজকের প্রতিবেদনে তাই আপনাদের জন্য আমরা সোনা রুপার আজকের কি মূল্য রয়েছে সেটা জানাবো।
সোমবার সোনার মূল্য
সোমবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩০৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৩ হাজার ৩০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। আর ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৯৪০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৯ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৪৭৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৭৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।
সোমবার রুপোর দাম
সোনার দামের পাশাপাশি আজ রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৬৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৮৬ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
আরও পড়ুন: LPG: বিরাট খবর! মাত্র ৪৫০ টাকায় মিলবে রান্নার গ্যাস! পুজোর আগে বাংলায় খুশির জোয়ার